Bangladesh qualified as a developing country উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ লাইটহাউজ নিউজ ক্লাব লাইটহাউজ নিউজ ক্লাব প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১ লাইট হাউজ ফাইল ফোটো নিজস্ব সংবাদদাতা : উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ । ২০২৬ সাল নাগাদ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসার দিন গণনা শুরু হলো বাংলাদেশের। বিশ্বকে তাক লাগিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় এখন বাংলাদেশ। শুক্রবার রাতে, জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি-সিডিপি ত্রি-বার্ষিক পর্যালোচনা সভায় এই ঘোষণা দেয়া হয়। বিশ্লেষকরা মনে করেন, উন্নয়ন ধারাবাহিকতা ধরে রেখে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ধারাবাহিক উন্নয়ন যাত্রায় এখন বাংলাদেশ।স্বাধীনতার সুবর্ণজয়ন্তী প্রাক্কালে পাল্টে গেছে অর্থনৈতিক চিত্র। সামাজিক সব সুচকে এসেছে অভাবনীয় সাফল্য। নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম এর পথে বাংলাদেশ যা স্বাধীনতার পর আমাদের একটি অন্যতম অর্জন। শর্ত পূরণ করে এগিয়ে থাকায় ২০১৮ সালে স্বল্পোন্নত দেশে পৌছাবার প্রাথমিক যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এবার এলো চূড়ান্ত স্বীকৃতি। লক্ষ্যে পৌঁছাতে পূরণ হয়েছে তিনটি নির্ণায়ক। এর মধ্যে একটি হলো উন্নয়নশীল দেশে উত্তরণে মাথাপিছু আয় সূচকে যেখানে ১২৩০ ডলার দরকার হলেও সেখানে ২০২০ সালে বাংলাদেশের অর্জিত হয়েছে ১৮২৭ ডলার। দ্বিতীয় টি হলো, মানবসম্পদ উন্নয়ন সূচকে যেখানে ৬৬ পয়েন্ট দরকার হলেও সেখানে বাংলাদেশের অর্জিত হয়েছে ৭৫.৩ পয়েন্ট। তৃতীয় টি হলো, অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে উত্তরণের মান যেখানে ৩২ পয়েন্ট এর নিচে থাকলেই হয় সেখানে বাংলাদেশের অর্জন ২৫.২ পয়েন্ট। ২০২৪ সালে উন্নয়নশীল দেশের স্বীকৃতি নেয়ার কথা থাকলেও করোনার কারণে আরো দুই বছরের সময় চেয়েছে বাংলাদেশ। অর্থাৎ ২০২৬ সালে মিলবে চূড়ান্ত স্বীকৃতি। উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ । বিশাল এই অর্জন বর্ণিল করতে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে সরকার। আরোও পড়ুন… দ্রুত এগিয়ে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ‘পায়রা’ সমুদ্র বন্দরের কাজ SHARES জাতীয় সংবাদ বিষয়: