Adoption of new resolution of IMO to deal with pirates

জলদস্যু মোকাবেলায় আইএমও’র নতুন রেজোলিউশন গ্রহণ

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   জলদস্যু মোকাবেলায় আইএমও’র নতুন রেজোলিউশন গ্রহণ ।

পশ্চিম আফ্রিকার জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকল সংস্থাকে দ্বিগুণ প্রয়াসের আহ্বান জানায় আইএমও

বৈশ্বিক সামুদ্রিক সম্প্রদায় গিনি উপসাগরে জলদস্যুতার ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় বর্ধিত সহযোগিতার বিষয়ে নতুন আইএমও রেজোলিউশন গ্রহণ করেন আইএমও।

পাশাপাশি মোকাবিলার জন্য বর্ধিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) সুরক্ষা কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম আইন প্রয়োগকারীদের শক্তিশালীকরণ।

জলদস্যুদের গ্রেপ্তার ও বিচারের ব্যবস্থা করা এবং জাহাজের জন্য নিরাপত্তা এসকর্ট সরবরাহ করা।

আইএমও’র মেরিটাইম সেফটি কমিটি (এমএসসি) সদস্য দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের পশ্চিম এবং মধ্য আফ্রিকা মেরিটাইম সিকিউরিটি ট্রাস্ট ফান্ডে আর্থিকভাবে অবদান রাখতে চায়।

যার উদ্দেশ্য সামুদ্রিক সুরক্ষা উন্নত করতে গিনি উপসাগরীয় রাজ্যগুলিকে তাদের জাতীয় এবং আঞ্চলিক সক্ষমতা বিকাশে সহায়তা করা।

আইএমও এক বিবৃতিতে বলেন, “এই সিদ্ধান্তটি সমুদ্রসংশ্লিষ্ট অপরাধ ও অবৈধতার বিষয়ে তথ্য ভাগাভাগি সহ সকল সমালোচনামূলক স্টেকহোল্ডারদের সাথে বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।”

জলদস্যুতা দমন বিষয়ে গিনি উপসাগরীয় ঘোষণার পর উপকূলীয় শিল্প জুড়ে ১২০ টিরও বেশি সংস্থা চালু করা হয়।

ঠিক তার কয়েকদিন পরে গভীর বিশ্বব্যাপী সহযোগিতার জন্য পদক্ষেপ নেওয়া হয়।

ঘোষণাপত্রটি পশ্চিম আফ্রিকার জলের সুরক্ষা উন্নত করার লক্ষ্যে, যা সামুদ্রিক ও নৌপরিবহণের জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে।

আইএমও-র প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বছর পশ্চিম আফ্রিকা অঞ্চলে ২৩ টি জলদস্যু সংক্রান্ত ঘটনা ঘটেছে।

এই হারে চলতে থাকলে ঘটনার সংখ্যা গত বছর ঘটে যাওয়া ৯০ টি আক্রমণকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারনা করছেন তারা।

যার ফলসরুপ মোট ১১২ ক্রু সদস্য অপহৃত বা নিখোঁজ হয়েছেন বলে জানা যায়।

গিনি উপসাগরে জলদস্যুদের উচ্চ হার ২০২০ সালে বিশ্বব্যাপী যে জাহাজগুলোতে ঘটেছিল বা চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির মোট ২২৬ টি ঘটনার একটি উল্লেখযোগ্য অনুপাতের প্রতিনিধিত্ব করে।

ড্রাইড গ্লোবাল

গিনি উপসাগরে জলদস্যুতা ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় আইএমও এবং সশস্ত্র ডাকাতি মোকাবেলা সহ তথ্য-ভাগ করে নিতে হবে।

এ জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এই অঞ্চলে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহযোগিতা তহবিল মোতায়েন করতে চায় সংস্থাগুলো।

যার জন্য জলদস্যু মোকাবেলায় আইএমও’র এই নতুন রেজোলিউশন গ্রহণ ।

আন্তর্জাতিক সম্প্রদায় সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে জলদস্যুতা সমস্যা সমাধানে সক্রিয় ব্যবস্থা এবং পদক্ষেপের অভাবে সমালোচনার মুখোমুখি হয়।

ব্রিটিশ সুরক্ষা গোয়েন্দা সংস্থা ড্রাইড গ্লোবাল তার ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ, নর্থ আটলান্টিক ট্রিট অর্গানাইজেশন (ন্যাটো) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর মতো বড় আন্তর্জাতিক সংগঠনগুলোকে পশ্চিম আফ্রিকার জলদস্যুতা সম্পর্কিত সুদৃঢ় সমাধানের ক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগ করেন।

আরোও পড়ুন…

আবারও ৫ নাবিক অপহরণ ! জলদস্যুদের গিনি উপসাগর বন্ধ করার প্রচেষ্টা বৃদ্ধি