31 sailors rescued from certain death in the Atlantic Ocean

আটলান্টিক মহাসাগরে নিশ্চিত মৃত্য থেকে উদ্ধার হলেন ৩১ নাবিক

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  আটলান্টিক মহাসাগরে নিশ্চিত মৃত্য থেকে উদ্ধার হলেন ৩১ নাবিক সদস্য।মঙ্গলবার কানাডার নোভা স্কটিয়ার হালিফ্যাক্সের প্রায় ২০০ নটিক্যাল মাইল এন.এস. ইয়ারমাউথের দক্ষিণ সমুদ্রে কানাডা পতাকাবাহী আটলান্টিক ডেসটিনি জাহাজে আগুন লাগার খবর পাওয়া যায়।

মঙ্গলবার রাতে উদ্ধার সমন্বয় কেন্দ্র জানায় যে, সকাল সাড়ে ৮ টার দিকে জাহাজ থেকে একটি কল আসে তাদের কাছে।

জাহাজে আগুন লেগেছে এবং জাহাজের বিদ্যুৎ হারিয়ে ফেলেছে বলে জরুরী সংকেত জারি করে।

পাশাপাশি জাহাজটি ৮ মিটার উচ্চতার ঢেউ এবং ১০০ কিলোমিটার/ঘন্টা বাতাসে প্রবাহিত হওয়ায় জাহাজে পানি প্রবেশ করছে বলেও জানায়।

অতঃপর বুধবার কানাডা ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকর্মীদের উত্তেজনাকর অভিযানে আটলান্টিক মহাসাগরে নিশ্চিত মৃত্য থেকে উদ্ধার হলেন ৩১ নাবিক ।

০২ই মার্চ মঙ্গলবার হঠাৎ ১১৭ ফুট লম্বা আটলান্টিক ডেসটিনি জাহাজটিতে আগুন ধরে যায়। যা পরের দিন সকালে ছড়িয়ে পড়ে জাহাজের সব অংশে।

পরবর্তীতে উদ্ধার কাজ শেষে জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে সী ফুড সংরক্ষন করা হতো বলে জানা যায়।

তাৎক্ষনাত রেডিওতে সাহায্য চেয়ে জাহাজের ক্যাপ্টেন জরুরী সংকেত জারি করেন।

কোস্টগার্ড

অভিযানে সর্বাধিনায়ক এবং মার্কিন লেফটেন্যান্ট কমান্ডার  জানান, অভিযানে অংশ নিয়েছে মার্কিন ও ক্যানাডিয়ান কোস্টগার্ডের চারটি হেলিকপ্টার।

দু’দেশের উদ্ধারকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছায় সে সময় নাবিকদের প্রাণে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না।

জাহাজটি পরিচালনাকারী সংস্থা ওশান চয়েজ জানায়, এতে কেপ লা হ্যাভ, মাউড অ্যাডামস এবং আটলান্টিক প্রটেক্টর সহ অন্যান্য অফশোর ফিশিং জাহাজ গুলোও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

বর্তমানে নাবিকদের নোভা স্কটিয়ার উপকূলে আনা হয়েছে। দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য সুবিধা।

উদ্ধারকর্মীরা জানান, দূর্ঘটনা অঞ্চলে ঝড়ো আবহাওয়া এবং সাগরের উচ্চমান ঢেউ এর কারনে উদ্ধার সহায়তায় বাধাগ্রস্ত হয়েছেন তারা।

কিন্তু হাল ছাড়েনি তারা এবং অবশেষে সকলকে উদ্ধার করতে সক্ষম হয়।

পশাপাশি আশেপাশে অবস্থানরত আরও বেশ কয়েকটি ট্রলারও উদ্ধার কাজে সহায়তা করেছে।

ওশান চয়েজ বলেন, আগুনের উৎস সম্পর্কে তদন্ত শুরু হবে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে আগুনের ফলে কোনও জখমের খবর পাওয়া যায়নি।

সংস্থাটি বলেছে যে আটলান্টিক ডেসটিনি তার ছয়টি অফশোর উপকূলীয় ফিশিং জাহাজের মধ্যে একটি।

এতে সমুদ্রিক স্কাল্পগুলো হিমশীতল করে সংরক্ষন করা হতো।।রিভারপোর্ট, এন.এস. এর হোম বন্দর

আরোও পরুন…

মোংলায় কার্গো জাহাজ ডুবি