Cargo ship sinks in Yellow Sea, 8 sailors rescued

ইয়েলো সী তে কার্গো জাহাজ ডুবি,৮ নাবিক উদ্ধার

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   ইয়েলো সী তে কার্গো জাহাজ ডুবি ‘র ঘটনায় ৮ জন নাবিক উদ্ধার।২৯ শে জানুয়ারী স্থানীয় সময় সকাল ৮:৩২ মিনিটে কোরিয়ান জেনারেল কার্গো SAMSUNG NO.1 জাহাজটি জেজু থেকে নোকডং বন্দরে যাওয়ার পথে চেংগ্যাস্যান্ডো দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ডুবে যায়।

দক্ষিণ কোরিয়ার প্রায় ৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম অঞ্চলে রুক্ষ আবহাওয়ার কবলে পড়ে এবং জাহাজের কার্গো হোল্ডে প্রচুর পানি প্রবেশের ফলে জাহাজটি এমন দূর্ঘটনার শিকার হয়। ওয়ান্ডো মেরিটাইম রেসকিউ এবং কোস্টগার্ড জাহাজের ৮ জন নাবিক সদস্যকে উদ্ধার করেন।

কোস্টগার্ড জানায়, ইমার্জেন্সী সংকেত পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে ৮ জন নাবিক সদস্যকে উদ্ধার করার পরপরই জাহাজটি ডুবে যায়। তবে জাহাজের আইডি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কোরিয়ান পতাকাবাহী SAMSUNG NO.1 জেনারেল কার্গো জাহাজটির আইএমও ৮৪০৫৯৪৫, ডিডব্লিউটি ৪২৫০ এবং জাহাজটি ১৯৮৪ সালের নির্মিত।

আরো পড়ুন..

জাভা সী তে ডুবে গেলো জেনারেল কার্গো জাহাজ; ১৫ জন নাবিক উদ্ধার