একটি বাল্ক ক্যারিয়ারে ১ নাবিকের মৃত্যু ও ২ জন হাসপাতালে ! রহস্য কি?

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  মার্শাল আইলেন্ড পতাকাবাহী এএলআইএস নামের একটি বাল্ক ক্যারিয়ারে ১ নাবিকের মৃত্যু ও ২ জন হাসপাতালে কেন, এর রহস্য কি, তার তদন্ত চলছে।

২৫শে মে বাল্ক ক্যারিয়ার জাহাজটি স্পেনের আলজেসিরা বন্দরে এসে পৌছায়।

আসার পর থেকেই বন্দর কতৃপক্ষের নির্দেশে জাহাজটি বন্দরের এ্যাংকার অঞ্চলে নোঙ্গর করে কোয়ারেন্টাইনে থাকেন।

স্প্যানিশ কতৃপক্ষ জানায়, জাহাজটি ভারতের চেন্নাই থেকে সুয়েজ খাল হয়ে ইউরোপা পয়েন্ট জিব্রাল্টার পথে যাএা করছিল।

যাএা পথে জাহাজটি এই দূর্ঘটনার রিপোর্ট করে স্পেনের আলজেসিরা বন্দরে আশ্রয় নেয়।

স্প্যানিশ সূত্র অনুসারে, ঐ জাহাজের এক জন নাবিক হৃদরোগের আক্রমণে মারা যায়।

পরে তাকে মৃত অবস্থায় স্পেনের মোট্রিল বন্দরে নিয়ে যাওয়া হয়।

আরও দুজনকে জরুরী অবস্থায় স্পেনের মালাগার হাসপাতালে নেওয়া হয়। তারা তিন জন-ই করোনা পজেটিভ বলে পরীক্ষিত হয়।

জাহাজের আরও পাঁচজন নাবিক পজেটিভ পরীক্ষিত হলেও তাদের স্বাস্থ্যকর দিক ভাল থাকায় কতৃপক্ষ তাদেরকে অনবোর্ডে থাকার নির্দেশ দেয়।

কিন্তু জাহাজটির রহস্য উঠে আসে যে, অসুস্থতা হওয়া এবং মৃত্যুর আগে বাল্ক ক্যারিয়ার জাহাজটি ১৭ই মে ক্রেইটের কালাই লাইমনেস অ্যাঙ্কারেজে একটি সংক্ষিপ্ত বিরতি দেয় বলে তদন্তে বেড়িয়ে আসে।

বাল্ক ক্যারিয়ারটি গ্রীক সংস্থা দ্বারা পরিচালনা করা হয়। জাহাজটি কি ক্রু পরিবর্তনের জন্য নাকি টিকা দেওয়ার জন্য বা সরবরাহের জন্য ঐ স্থানে থামে ছিলেন?

এর রহস্য এখনও সঠিক ভাবে উন্মোচন হয়নি। তদন্ত অব্যহত আছে।

একটি বাল্ক ক্যারিয়ারে ১ নাবিকের মৃত্যু ও ২ জন হাসপাতালে  রহস্য কি?

আরোও পড়ুন…

আদেন উপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১৫ নাবিক উদ্ধার