Ammonia gas leak in LPG tanker on kills 1 sailor and injures 3

এলপিজি ট্যাঙ্কারে অ্যামোনিয়া গ্যাস লিকিংয়ে ১ নাবিকের মৃত্যু এবং ৩ জন গুরুতর আতহ

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   এলপিজি ট্যাঙ্কারে অ্যামোনিয়া গ্যাস লিকিংয়ে ১ নাবিকের মৃত্যু এবং ৩ জন গুরুতর আতহ হয়।

মালাক্কা স্ট্রেইটে তুরস্কের একটি এলপিজি ক্যারিয়ারে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হয় এবং এই গ্যাস শ্বাস প্রশ্বাসের ফলে একজন নাবিক মারা গেছেন এবং আরও তিনজন গুরুতর অবস্থায় আছে বলে জানা যায়।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (MMEA) জানায়, মালাক্কা স্ট্রেইটের আন্তর্জাতিক জলে পনামা পতাকাবাহী Hamburg DW নামের এলপিজি ট্যাঙ্কারে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি তুর্কি জাতীয়তার নাবিক ছিলেন এবং মৃত্যু কলে তার বয়স ছিল ৬২ বছর।

fb@thelighthouse.com.bd

আহতদের মধ্যে দু’জন তুর্কি এবং একজন ভারতীয় জাতীয়তার নাবিক বলে জানা যায় এবং তাদের বয়স সীমা ২৮ থেকে ৫০ বছর।

ইতিমধ্য আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে একটি শিপিং এজেন্ট এমএমইএকে এই বিপদজনক বার্তা দেয় এবং সাহায্যের জন্য বলেন।

তৎক্ষণাত মালয়েশিয়ার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের বিপজ্জনক উপকরণ ইউনিটের সাথে সেলানগর এমএমইএর সদস্যরা ট্যাঙ্কারের উদ্দেশ্যে যাত্রা করেন।

পরবর্তীতে ট্যাঙ্কার জাহাজটি বুধবার ভোরে পুলাউ সেলাত কেরিংয়ের দক্ষিণ-পশ্চিমে নোঙ্গর করেন।

তিন জন গুরুতর আহত নাবিক সদস্যকে দ্রুত মালয়েশিয়ার টেংকু আমপুয়ান রহিমাহ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ময়না-তদন্তের জন্য একই হাসপাতাল তাদের সহকর্মীর মৃতদেহটি ও নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রনালয় ও পুলিশকে অবহিত করা হয়েছে।

মালয়েশিয়ান কতৃপক্ষ জানায়, ইস্তাম্বুলের Hamburg DW জাহাজের ম্যানেজার টিজিএম ডেনিজের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়নি এবং জাহাজটির রেকর্ডে কোনও বন্দর রাষ্ট্র নিয়ন্ত্রণ ডিটেনশন নেই বলে জানান তারা।

গত মাসে দক্ষিণ কোরিয়ার দু’জন স্টিভডোর গ্রীকের এক বাল্ক ক্যারিয়ারের উপর সম্ভাব্য গ্যাস শ্বাসরোধের ঘটনায় মারা গিয়েছিলেন।

এলপিজি ট্যাঙ্কারে অ্যামোনিয়া গ্যাস লিকিংয়ে ১ নাবিকের মৃত্যু এবং ৩ জন গুরুতর আতহ

আরো পড়ুন…

বাল্ক ক্যারিয়ারের দুই নাবিক আগুনে পুড়ে গুরুত্বর অবস্থা