One worker was killed and three others were injured in a boiler explosion at SN Corporation Yard

এসএন কর্পোরেশন ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন আহত

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  চট্টগ্রামের এসএন কর্পোরেশন ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয় বলে স্থানীয়রা জানায়।

ইয়ার্ড শ্রমিকরা কাটিং টর্চেস ব্যবহার করে একটি জাহাজ ভেঙার সময় বয়লারটি বিস্ফোরিত হয়।

১৯শে জুন গত শনিবার প্রায় দুপুর ২:০০ ঘটিকায় এ ঘটনা ঘটে।

এ দূর্ঘটনায় ইয়ার্ডের চারজন শ্রমিক গুরুতর আহত হয় এবং তাদেরকে কাছাকাছি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রিপন চাকমা নামে একজন টর্চ অপারেটরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারা তাকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায়।

ইয়ার্ডের কিছু শ্রমিক জানায়, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রতিবেদনের চেয়ে বিস্ফোরনের শব্দ আরো বেশি ছিল।

এর আগে ১১ এপ্রিল চাটগ্রামের যমুনা শিপব্রেকারে ঠিক একই ধরণের বিস্ফোরণ ঘটেছিল এবং ঐ ঘটনায় তিনজন আগুনে জ্বলে আহতও হয়েছিল।

যখন ইয়ার্ডের শ্রমিকরা একটি কন্টেইনার জাহাজের ইঞ্জিন রুমের উপরে পাইপ কাটার কাজ করছিলেন ঠিক তখনই বিস্ফোরণটি ঘটে বলে জানায় কতৃপক্ষ।

বাংলাদেশ মেটাল ওয়ার্কার্স ফেডারেশনের প্রধান মোহাম্মদ আলী জানায়, শ্রমিকরা যখন পাইপ কাটার কাজ করছিলেন তখন পাইপের ভিতরে তেল ছিল বলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম জানান, দক্ষিণ এশীয় শিপব্রেকিং ইয়ার্ডে এরকম মারাত্মক দুর্ঘটনাগুলোকে সকলে কয়েক দশক ধরে সাধারণ ঘটনার মত নিচ্ছে।

এসএন কর্পোরেশন ইয়ার্ডে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনার পাশাপাশি সংস্থাটি বাংলাদেশে আরো বেশ কয়েকটি ঘটনার কথাও উল্লেখ করেন।

গত ১১ই মার্চ, এসএন কর্পোরেশন শিপব্রেকিংয়ে অপারেশন চলাকালীন সময় আরোও একটি বিস্ফোরণে দু’জন মারাত্মকভাবে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।

তারা আরো জানান যে, সপ্তাহখানেক আগে টিআর শিপব্রেকিংয়ে কর্মরত অবস্থায় স্টিল প্লেটের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়।

গত ৬ই ফেব্রুয়ারি এনআর শিপইয়ার্ডে পাইপ কাটার অপারেশনের সময় একজন শ্রমিকের দেহের ৪৫ ভাগ পুড়ে যায়।

অতঃপর ক্ষতবস্থায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তিনি মারা যান।

আরোও পড়ুন…

বিশ্বের বৃহত্তম কনটেইনার মার্স্ক লাইনকে ছাড়িয়ে যাবে এমএসসি