Oman Maritime Security Center conducts rescue operation for sunken Iranian merchant ships and sailors

ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টার ডুবে যাওয়া ইরানিয়ান মার্চেন্ট জাহাজ ও নাবিকদের উদ্ধার অভিযান পরিচালনা করছে

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক : হরমুজ স্ট্রেইটের কাছে ওমানের ভূখণ্ডীয় সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে থাকা ইরানিয়ান মার্চেন্ট জাহাজের নাবিক সদস্যদের অনুসন্ধান ও উদ্ধার কাজ করেছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার।

ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়, “মেরিটাইম সিকিউরিটি সেন্টার, রয়েল ওমান বিমান বাহিনী, ওমানের রয়েল নেভী এবং রয়েল ওমান পুলিশের কোস্টগার্ড পুলিশের সমন্বয়ে একটি অনুসন্ধান চালিয়েছিল এবং ২৫ ই ডিসেম্বর হারমুজের সমুদ্র উপকূলের কাছে ওমানের ভূখণ্ডীয় সমুদ্রের দুর্ঘটনার কবলে পড়ে ডুবে ছিল এমন একটি ইরানিয়ান মার্চেন্ট জাহাজের নবিকদের উদ্ধার কাজে নিয়োজিত ছিল।”

বিবৃতিতে আরও বলা হয়ে যে, “সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক, সুরক্ষা ও বেসামরিক কর্তৃপক্ষ জলস্রাব পেরিয়ে জাহাজের চলাচলের মসৃণ প্রবাহ ও সুরক্ষা নিশ্চিত করতে এবং ডুবে যাওয়া জাহাজটির ধ্বংসস্তূপ পুনরুদ্ধার করে সরিয়ে নেয়ার জন্য বাহিনীগুলো যোগ দিয়েছে।”