কন্টেইনার জাহাজের আঘাতে কাওসিং বন্দরে ভেঙ্গে পড়লো বিশালাকার ক্রেন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : কন্টেইনার জাহাজের আঘাতে কাওসিং বন্দরে ভেঙ্গে পড়লো বিশালাকার ক্রেন । এতে বন্দরে প্রচুর ক্ষতিগ্রস্থ হয়।

তাইওয়ানের কাওসিং বন্দরে ক্রেনের সাথে পানামা পতাকাবাহী ওওসিএল  ডারবান নামের একটি কন্টেইনার জাহাজের আঘাতে ভেঙ্গে পড়ে পুরো ক্রেন।

জাহাজটি বার্থিং করার জন্য বন্দরের জেটিতে থাকা অপর একটি জাহাজের পাশ দিয়ে জেটির কাছে পৌঁছালে ক্রেনের দূরত্ব ভুল বুঝে তার ব্রীজ উইং এর সাথে ধাক্কা লেগে ক্রেনটি ভেঙ্গে পড়ে।

এতে বন্দরে থাকা বেশকিছু পণ্যভর্তী কন্টেইনার ভেঙ্গে যায় এবং পাশে থাকা আরেকটি ক্রেনও ক্ষতিগ্রস্থ হয়।

কর্মকর্তারা জানায়, দূর্ঘটনায় একজন ক্রেন অপারেটর  আহত এবং দু’জন শ্রমিক ধ্বংসাবশেষে আটকা পড়ে যায়।

পরবর্তীতে উদ্ধারকর্মীরা অপারেটরকে হাতে ও পায়ে ক্ষত অবস্থায় স্থানীয় হাসপাতালে  নিয়ে যায়।

আর প্রায় এক ঘন্টা সময় নিয়ে উদ্ধারকর্মীরা আটকে পড়া দু’জনকে  উদ্ধার করতে  সক্ষম হয় এবং দুজনই আহত হয়েছেন বলে জানায় তারা।

কাওসিং বন্দর কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ওওসিএল কন্টেইনার জাহাজটি ক্রেনের কাছাকাছি আসতে দেখে হারবার মাস্টার অফিস বারবার জাহাজ এবং তার পাইলটকে রেডিও’র  মাধ্যেমে সাবধান করেন।

কিন্তু এতে জাহাজটির কাছ থেকে কোন সাড়া পায়নি বলে জানিয়েছে তারা।

ওওসিএল ডারবান বার্থেড জাহাজের সাথে সংঘর্ষের সম্ভাবনা দেখে পাশ কাটতে গিয়ে ক্রেইনটিকে আঘাত করে।

ক্রেনটিকে আঘাতের সাথে সাথে বন্দর কর্মীরা ছুটে যেতে শুরু করে এবং ক্রেনটি ধসে পড়ে যায়।

বন্দর কর্মকর্তারা জানিয়েছেন যে ভেঙে যাওয়া ক্রেনটি দ্বিতীয় ক্রেনটিকে ক্ষতিগ্রস্থ করেছে যা  লাইনচ্যুত হয়ে যায়।

৩০ থেকে ৫০ টি কনটেইনারও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তারা।

পরে ওওসিএল ডারবান তার নির্ধারিত স্থানে বার্থ  করেন, তবে জাহাজের কন্টেইনার অপারেশন স্থগিত রাখা হয়েছে।

বন্দর কর্মকর্তারা দুটি ক্রেনের ক্ষয়ক্ষতি কয়েক মিলিয়ন ডলার হবে বলে অনুমান করছেন।

কন্টেইনার জাহাজের আঘাতে কাওসিং বন্দরে ভেঙ্গে পড়লো বিশালাকার ক্রেন

আরোও পড়ুন…

ক্যাসেলন বন্দরে কার্গো লোডিংয়ের সময় জাহাজ উল্টে ১ নাবিক নিহত ও আরেক জন নিখোঁজ