করোনাকালীন সময় বাংলাদেশি নাবিকরা ভ্রমণ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, মে ১২, ২০২১

লাইট হাউজ নিউজ- গত ১১-০৫-২০২১ তারিখে বাংলাদেশ নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শেখ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয় যে, করোনাকালীন সময়ে বাংলাদেশি নাবিকদের জাহাজে যোগদান এবং দেশে প্রত্যাবর্তন এর ক্ষেত্রে সকল ধরনের ভ্রমণ বিধিনিষেধের আওতার বাইরে রাখার জন্য।

পৃথিবীর সকল নাবিকদের ইউনাইটেড ন্যাশন কর্তৃক ঘোষিত key worker হিসেবে স্বীকৃতি পাওয়ার পর নাবিকদের জাহাজে যোগদান এবং দেশে প্রত্যাবর্তনের নিমিত্তে গমনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন গ্রহণের বিধান এবং সকল ধরনের ভ্রমণ বিধিনিষেধের আওতার বাইরে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। গত দু’বছর ধরে ভ্রমণ বিধিনিষেধের বাংলাদেশি অনেক নাবিক যথাসময়ে তাদের চাকরিতে যোগদান করতে পারেনি। এর ফলশ্রুতিতে ডিজি শিপিং এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স এসোসিয়েশন (BMMOA)এর যৌথ উদ্যোগে এবং সরকারের উপর মহলের সহযোগিতা বাংলাদেশি নাবিকদের‌ করোনাকালীন সমস্ত ভ্রমণ বিধিনিষেধের আওতামুক্ত হতে পারছে। এ ভ্রমণ বিধি নিষেধ এর বিষয়ে একাধিক নাবিকের সাথে কথা বলা হলে, তারা বলেন এধরনের একটা প্রজ্ঞাপন সরকার থেকে আরও এক বছর আগে আমরা আশা করেছিলাম, তারপরেও সরকারকে ধন্যবাদ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে দেরি করে হলেও নাবিকদের ভ্রমণ বিধিনিষেধের বিষয়টা সবকিছুর বাইরে রাখার জন্য। ‌