Bulk carrier captain dies in Corona, 7 more sailors injured

করোনায় বাল্ক ক্যারিয়ার ক্যাপ্টেনের মৃত্যু, আক্রান্ত আরো ৭ নাবিক

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   করোনায় বাল্ক ক্যারিয়ার জাহাজে ক্যাপ্টেনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয় আরো ৭ নাবিক  ।বুধবার ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের সানগের গুলেন থেকে ডুভারের দিকে যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমায় বাহামা পতাকাবাহী টার্টনেস বাল্ক ক্যারিয়ার জাহাজের ক্যাপ্টেন অসুস্থ হয়ে পড়ে।

তাৎক্ষণাত জাহাজটি প্রধান রেসকিউ সেন্টারের কাছে চিকিৎসা সহায়তা চেয়ে কল করে।

অতঃপর চিকিৎসার জন্য বুধবার হেলিকপ্টারে করে দু’জন ডাক্তার জাহাজটিতে আসে, তবে দুর্ভাগ্যক্রমে তিনি মারা যান।

পরবর্তীতে জাহাজটি ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মেকজারভিক বন্দরে নিয়ে যাওয়া হয়।

রেন্ডাবার্গ পৌরসভার প্রধান চিকিত্সক ওলে বারেন্ট লেনিং বলেন, ক্যাপ্টেন কোভিড -১৯ এর কারণে মৃত্যুবরন করেছেন কিনা তা তারা নিশ্চিত করতে পারেনি।

বাল্ক ক্যারিয়ার টার্টনেস এ সাত জন নাবিক কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করেছেন। বৃহস্পতিবার থেকে জাহাজটি মেকজারভিক বন্দরে মুরিং করা আছে।

জাহাজটি শিপিং সংস্থা কানাডা স্টিম শিপলাইন দ্বারা পরিচালিত এবং জাহাজে ক্যাপ্টেন সহ মোট ১৮ জন ফিলিপিনো নাবিক ছিল।

অন বোর্ড থাকা প্রত্যেককেই কোভিড -১৯ এর জন্য দ্রুত পরীক্ষা করা হয় এবং পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ১৭ জন নাবিকের মধ্যে ৭ জনই কোভিড -১৯ পজেটিভ পওয়া যায়।

সম্প্রতি মারা যাওয়া ক্যাপ্টেন এর ময়না তদন্তের পরীক্ষায়ও কোভিড -১৯ পজেটিভ পওয়া যায়।

করোনায় বাল্ক ক্যারিয়ার ক্যাপ্টেনের মৃত্যু ও আক্রান্ত আরো ৭ নাবিক এর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে লেনিং কতৃপক্ষ।

টার্টনেস জাহাজে অবশ্যই সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন তারা।

এফএইচআই ওরিয়েন্টেড

এফএইচআই ওরিয়েন্টেড এর মিউটেশন চেকিংয়ে দেখা যায় ১২ ফেব্রুয়ারি জাহাজটির শেষ ক্রু পরিবর্তন হয়েছিল।

এজেন্ট নিশ্চিত করেছে যে ক্রু পরিবর্তনের পরে নরওয়ের মাটিতে কোন নাবিক উপকূলে ছিল না।

লেনিং এর প্রধান চিকিৎসক জানায়, তারা সবাইকে আবার পিসিআর পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং স্টাভাঞ্জারের ইনফেকশন তাঁবু থেকে কর্মীদের নিয়ে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এটি করা হয়।

যে সাত জন আগের পরীক্ষা পজেটিভ হয়েছিলেন তারা পিসিআর পরীক্ষার মাধ্যমেও পজেটিভ হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রোগাল্যান্ড সংক্রমণ নিয়ন্ত্রণ চিকিৎসক, এসএসএস এবং রাজ্য প্রশাসকের সাথে বৈঠকে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটকে এই মামলার কথা জানানো হয়।

ভাইরাসের রূপান্তরগুলো পরীক্ষা করা হবে এবং কাউকে জাহাজ ছাড়ার অনুমতি নেই বলে জানায় ওলে বারেন্ট।

ততক্ষণ জাহাজটিকে বিচ্ছিন্নতা এবং পৃথকীকরণ রাখা হবে যতক্ষণ না সুস্থ হয়।

তদুপরি, কাউকে জাহাজ ছাড়ার অনুমতি নেই। বন্দর কতৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

জাহাজটি পরিদর্শন করা দু’জনকেও পৃথক ভাবে রাখা হয়েছে।

আরোও পড়ুন…

প্রোডাক্ট ট্যাঙ্কার বিস্ফোরণে এক জন নাবিক নিখোঁজ