Fire on a brand new container ship in Colombo

কলম্বোতে ব্রান্ড নিউ কনটেইনার জাহাজে আগুন

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মে ২৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   কলম্বোতে ব্রান্ড নিউ কনটেইনার জাহাজে আগুন লেগছে বলে জানা যায়। কলম্বো অ্যাঙ্কারেজে ২০ মে, দুপুরে সিঙ্গাপুর পতাকাবাহী কনটেইনার এক্স-প্রেস পিয়ারল জাহাজে আগুন লাগার ঘটনাটি ঘটে।

জাহাজের অনবোর্ড ডেকে থাকা পণ্যবাহী কনটেইনারে আগুনের সূত্রপাত হয় বলে জানায় শ্রীলঙ্কান কতৃপক্ষ।

জাহাজটি ১৯ মে ভারতের হাজিরা থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এসে নোঙ্গর করে।

জাহাজটি ১৪৮৬ টি কন্টেইনারে নাইট্রিক অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক এবং প্রসাধনী সামগ্রী বহন করে নিয়ে আসে।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইন্ডিকা ডি সিলভা ইকোনমিনিস্ট জানায়, জাহাজটি একেবারে নতুন বলে ধারনা করছেন তারা।

এই জাহাজটি শ্রীলঙ্কার জলে এসে পৌঁছে কলম্বো বন্দর থেকে 9.5 নটিক্যাল মাইল দূরত্বে নোঙ্গর করা হয়েছিল।

নৌবাহিনী এবং শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষের দুটি টাগ আগুন নেভাতে সহায়তা করে।

বর্তমানে অগ্নিকাণ্ডটি শ্রীলঙ্কা নৌ ও এসএলপিএ নিয়ন্ত্রণে নিয়ে এসেছে বলে তিনি জানান।

তারা খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে এবং এক পর্যায়ে পুরোপুরি ভাবে আগুন নিভে যায়।

তবে বর্তমান অবস্থায় জাহাজের আয়রন গুলোতে তাপ রয়েছে তাই তাদের ইউনিটগুলি স্ট্যান্ডবাইতে আছে।

জাহাজের পূর্ব অংশে যে কন্টেইনারে অক্সিজেন সংরক্ষণ করা হয়েছিল সেখানে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয় জাহাজটিতে ২৫ টন নাইট্রিক এসিড ও অন্যান্য রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন প্রসাধনী অন বোর্ড ছিল।

বিবৃতিতে আরো জানায় যে, শ্রীলঙ্কা নৌবাহিনী অগ্নিকাণ্ডের অবিলম্বে ঘটনাস্থলে ২টি অফশোর প্যাট্রোল ভেসেলস প্রেরণ করে।

যার একটি শ্রীলঙ্কা নেভাল শিপ (এসএলএনএস) সাগারা এবং আরেকটি সিন্ডুরালা   দ্রুত আক্রমণ ক্রাফট মোতায়েন করা হয়।

জাহাজে মোট ২৫ জন নাবিক অন বোর্ড ছিল, যারা ফিলিপাইন, চীনা, ভারতীয় এবং রাশিয়ান নাগরিক। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন নেভানোর পর জাহাজ এক্স-প্রেস পিয়ারল কলম্বো বন্দরের নোঙ্গর করা অবস্থায় শ্রীলঙ্কান নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষ রাতারাতি পর্যবেক্ষণ করেন।

কলম্বোতে ব্রান্ড নিউ এই কনটেইনার জাহাজে আগুন নিভানোর পর ২১শে মে নৌবাহিনী এবং শ্রীলঙ্কা বন্দর কর্তৃপক্ষ জাহাজটিতে গিয়ে পরিদর্শন করার পর এসকল তথ্য দেন।

আরোও পড়ুন…

ভারতীয় নাবিকদের জন্য বিশ্বব্যাপী সমুদ্র বন্দরগুলো নিষিদ্ধ অব্যহত