কোস্টাল জাহাজের আন্ডারওয়াটার অপারেশনে এক ডুবুরীর মৃত্যু

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২০

মো. মজিবুলহক, নৌ-পরিবহণ প্রতিবেদক: গতকাল রবিবার(২৩/০৮/২০২০) হাতিয়ায় অবস্থানরত লাইটার জাহাজ এম, ভি মিথিলা সালমান ০৩ এর চাবি কেটে রাডারের কাপলিন ফ্রি হয়ে গেলে মেরামতের জন্য ঢাকাস্থ ডুবুরি মামুনকে কন্ট্রাক করা হয়, কাজ শেষে অনুরোধ করা হয় পপুলারে বাঁধা জাল কেটে দেয়ার জন্য, তখন ইনসাইডে পপুলার এর কাপলিন খোলে পপুলারসহ শ্যাপ্ট একটু পিছনে দিয়ে জ্যাম রাখা হয়, এমতাবস্থায় অক্সিজেন নিয়ে বিকাল ০৪টায় জাল কাটার জন্য নামেন ডুবুরি মামুন, জাল কাটার ফাঁকে ফাঁকে দুইবার উঠলেও তৃতীয়বারে মামুন একঘন্টা নাগাদ না উঠার কারণে জাহাজের ইঞ্জিন চালক আব্দুর রহমান একজন স্টাফ নিয়ে ডুব দিয়ে নিচে গিয়ে দেখেন ডুবুরি মামুন জাহাজের অ্যারাকের উপর বসা এবং তাকে ধাক্কা দিলে না নড়ার কারণে তিনি ভয়ে পেয়ে উঠেন যান।

ইঞ্জিন চালক আব্দুর রহমান তিনি উপরে এসে বিস্তারিত জানান এবং হাতিয়া নৌ-পুলিশ এবং কোস্ট গার্ডকে অবগত করেন, পানির তীব্র স্রোতের কারনে উদ্ধারের কাজে সবাই অপারগতা জানালে ঢাকায় অবস্থানরত মামুনের ভাই জহিরুল ডুবুরি দলকে খবর দেয়া হয়, তারা রাতে রওয়ানা দিয়ে আসে, আজ ২৪/০৮/২০২০ ইং সকাল ৭.৩০ মিনিটের সময় হাতিয়ার মেঘনা নদীতে লাইটার জাহাজ এম ভি মিথিলা সালমান ০৩ এর পাখায় জাল কাটার জন্য নামা ডুবুরি মামুনকে উদ্ধারে তারা নামেন

ডুবুরি জহিরুল উদ্ধার শেষে জানানঃ মামুন যখন তৃতীয়বারে জাল কাটার জন্য নামে তখন ইনসাইডে জ্যাম রাখা শ্যাপ্ট তীব্র স্রোতের কারনে জ্যাম ছুটে গিয়ে পপুলারসহ শ্যাপ্ট ঘুরে যায় এবং মামুন অ্যারাকের উপর বসা অবস্থায় পপুলারের ধাক্কা খেয়ে তার অক্সিজেনের মাস্ক খুলে যায় এবং সে পপুলার ঘুরে চাপ খেয়ে সে আটকে যায় আর সেখানেই তার মৃত্যু হয়, মামুন আমার ছোটভাই তার লাশ গ্রামের বাড়ি পাঠানো হইছে। আমাদেন গ্রামের বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশ কান্দি গ্রামের ০১নং ওয়ার্ড।

লাশ উদ্ধারে হাতিয়ার ফায়ার স্টেশনের লিডার আনোয়ার হোসেনের উপস্থিতি ছিলো, এবং জাহাজের লোকজনের সহযোগীতায় জহিরুল ডুবুরি আটকা অবস্থায় ঐ ডুবুরি তার ভাই মামুনের লাশ উদ্ধার করে।