One sailor killed, another missing after cargo overturned while loading cargo at Castellon port

ক্যাসেলন বন্দরে কার্গো লোডিংয়ের সময় জাহাজ উল্টে ১ নাবিক নিহত ও আরেক জন নিখোঁজ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ২, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : ২৮শে মে শুক্রবার সন্ধ্যায় পূর্ব স্পেনের ক্যাসেলন বন্দরে কার্গো লোডিংয়ের সময় জাহাজ উল্টে ১ নাবিক নিহত ও আরেক জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

শনিবার বার্সেলোনায় তুরস্কের কনস্যুলেট এ তথ্য জানায়।

পানামা পতাকাবাহী কার্গো জাহাজ নাজমিয়ে আনা বন্দরে কার্গো লোডিংয়ের সময় ভারসাম্য হারিয়ে ক্যাপসাইড হয়ে যায়।

পরবর্তীতে জাজটি পুরোপুরি উল্টে যায় এবং জাহাজের একজন নাবিক ও একজন  বন্দর শ্রমিক সমুদ্রের মধ্যে পড়ে যাওয়ার পরে নিখোঁজ হয়ে যায়।

স্পেনীয় কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়া দুই জনের মধ্যে একজন ভারত জাতীয়তার ভানু প্রতাও নামের ২২ বছর বয়সী নাবিক।

আরেকজন ৩৬ বছর বয়সী স্প্যানিশ জাতীয়তার বন্দর শ্রমিক।অতঃপর উদ্ধারকারীরা অনুসন্ধান চালায় এবং অবশেষে ডুবুরিরা ২৯শে মে ক্রু সদস্য ভানু প্রতাও’র লাশ উদ্ধার করেন।

স্প্যানিশ নাগরিকের অনুসন্ধান এখনও অব্যহত আছে বলে জানায় স্পেনীয় কর্তৃপক্ষ।

এছাড়াও আরও দু’জন ক্রুকে জরুরী অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

fb@thelighthouse.com.bd

এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং অন্যজন সামান্য আহত হয় বলে জানায় কর্তৃপক্ষ।

জাহাজটিতে তুর্কি জাতীয়তার পাঁচ জন নাবিক সহ মোট নয় জন নাবিক সদস্য ছিল।

ক্যাসেলন বন্দরে কার্গো লোডিংয়ের সময় জাহাজ উল্টে ১ নাবিক নিহত ও আরেক জন নিখোঁজ হওয়ার পরে বন্দর কর্তৃপক্ষ অঞ্চলটিতে যান চলাচল বন্ধ করে দেয়।

স্প্যানিশ কর্তৃপক্ষ শনিবার তুরস্কের নাগরিকদের ইস্তাম্বুলের উদ্দেশ্যে পাঠিয়েদেন।

জাহাজটি লোডিং শেষে বার্সেলোনার ক্যাসেলন বন্দর থেকে আলজেরিয়ার বেজিয়া বন্দরে যাত্রা করার কথা ছিল।

নাজমিয়ে আনা জাহাজটি তুরস্কের সিনোর শিপিং দ্বারা পরিচালনা করা হয়।

জানাযায়, ২০২০ সালের এপ্রিল মাসে ১২ টি ঘাটতি নিয়ে জাহাজটি রাশিয়ায় আটক করা হয়েছিল।

আটকের কারন হিসেবে ১২ টি ঘাটতির মধ্যে একটি ছিল, নেভিগেশন চার্ট সম্পর্কিত ঘাটতি।

আরোও পড়ুন…

জাপানে ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে রো রো জাহাজ ডুবি;ক্যাপটেন সহ ৩ জন নিখোঁজ