Terrible fire on a cruise ship in the Greek port of Corfu

গ্রীসের কর্ফু বন্দরে ক্রুজ শিপে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : গ্রীসের কর্ফু বন্দরে ক্রুজ শিপে ভয়াবহ অগ্নিকান্ড । তবে জাহাজের সকল নাবিকরা নিরাপদ বলে খবর পাওয়া যায়।

১২ মার্চ পানামা পতাকবাহী এমএসসি লিরিকা ক্রুজ জাহাজের স্টারবোর্ড সাইডের লাইফবোট ডেকের উপরে আগুনের সূত্রপাত হয়।

দেশীয় সংবাদমাধ্যমে বলা হয়, স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার সময় জাহাজে আগুন লাগে এবং জাহাজটি অনেক ক্ষতিগ্রস্থ হয়।

ঘটনাস্থলে স্থানীয় সহায়তা পৌঁছানোর আগে জাহাজের নাবিক সদস্যরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।

স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের একটি ফায়ার বোট সহ ১৩ টি গাড়ি ঘটনাস্থলে পাঠায় এবং গ্রীক নৌবাহিনীও এই দূর্ঘটনায় সারা দেয়।

এক পর্যায়ে দুটি ফায়ারবোট ক্রুজ জাহাজের পাশাপাশি থেকে আগুন নিভানোর চেষ্টা করে।।

অতঃপর স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭:০০ মিনিটের মধ্যে ঐ জাহাজের আগুন নিভাতে সক্ষম হয় দমকলকর্মীরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এমএসসি ক্রুজ জানায়, জাহাজ রক্ষনাবেক্ষনের জন্য মোট ৫১ জন ক্রু সদস্য ছিল এবং তারা সকলেই সুস্থ ও নিরাপদ আছেন।

এমএসসি ধারনা করছেন জাহাজে থাকা লাইফবোটগুলোর মধ্যে যে কোন একটি থেকে আগুনের উৎপত্তি হয়েছে।

শুধু জাহাজের বাহিরের সাইডটিতে আগুন লাগে বিধায় ক্ষতির পরিমানও ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ আছে।

প্রতিবেদনের ভিডিও চিত্র:

বহিরাগত জ্বলনে জাহাজের মাঝের সুপার স্ট্রাকচারে অনেক ধোঁয়ার সৃষ্টি হয় বলে জানায় জাহাজ কতৃপক্ষ।

এতে জাহাজের দুটি লাইফবোট আগুনে পুড়ে যায় এবং আগুনের উপরের মিডশীপ অঞ্চলে অর্থাৎ মিডশীপ পুলের ডেকে Stateroom গুলোতে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তারা।

৬৫,৫০০ গ্রোস টনেজ এমএসসি লিরিকা ক্রুজ জাহাজটি ২০০৩ সালে ফ্রান্সের চ্যান্টিয়ার্স ডি অ্যালান্টিক শিপ ইয়ার্ডে নির্মিত হয়েছিল।

২০২১ সালের জানুয়ারী থেকে কর্ফুতে নিষ্ক্রিয় অবস্থায় এবং অনেক গরম লে-আপে রাখা ছিল।

গ্রীসের কর্ফু বন্দরে ক্রুজ শিপে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনার তদন্ত করছে বন্দর পুলিশ।

আরোও পড়ুন…

ইন্দোনেশিয়ার সোরং বন্দরে পেসেন্জার জাহাজে ভয়াবহ অগ্নিকান্ড