জাপানের জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২
নামুরা কুইন’

ইউক্রেনে কৃষ্ণাসাগর উপকূলে জাপানের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

শুক্রবারের এই আঘাতে জাহাজটির একজন ক্রু হালকা আহত হয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) জাপানি নৌপরিবহন কর্তৃপক্ষের বরাতে সিএনএন এমন খবর দিয়েছে। কর্মকর্তারা বলছেন, জাহাজটিতে ২০ জন ক্রু ছিলেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনে আভাস দিচ্ছে, রুশ সামরিক বাহিনী এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার ‘নামুরা কুইন’ নামের জাহাজটির পেছন দিকে আঘাত লেগেছে।

জাহাজটি উদ্ধারে টাগবোট ‘পি অ্যান্ড স্টার্ট’ নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিয়েভ বলছে, পানামার পতাকার অধীন জাহাজটি চলাচল করছিল। এটির পিভাডেন্নি বন্দরে যাওয়ার কথা ছিল।

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে বলছে, নামুরা কুইনের সব ক্রু সদস্য নিরাপদে আছেন। জাহাজটি বর্তমানে তুরস্কের ইস্তানবুলের দিকে যাত্রা করছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে আরেকটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটির নাম ‘মিলিনিয়াল স্প্রিট’। মালদোভার পতাকার অধীন জাহাজটি চলাচল করছে।

আঘাত হানার সময় মিলিনিয়াল স্প্রিটে ৬০০ টন জ্বালানি তেল ও ডিজেল ছিল। এতে দুই ক্রু সদস্য আহত হয়েছেন।