জাপানে কার্গো জাহাজ ও ফিশিং জাহাজের সংঘর্ষে, ১ জনের মৃত্যু এবং ১১জন আহত

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : শনিবার সকালে পূর্ব জাপানের একটি বন্দরে জাপান পতাকাবাহী কার্গো জাহাজ হায়াতো’র সাথে ফুডু মারু নং ৫  ফিশিং জাহাজের সংঘর্ষ হয় এবং ফিশিং জাহাজটি ডুবে যায়। এতে এক ব্যক্তি মারা যায় এবং ১১ জন আহত হয় বলে জাপান কোস্টগার্ড জানিয়েছে।

উপকূলরক্ষী সূত্রে জানা গিয়েছে, মাছ ধরার জাহাজের ১২ জন ক্রু কে সমুদ্র থেকে উদ্ধার করা হয়।তাদের পাঁচ ক্রু কে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল।টোকিওর ৪৬ বছর বয়সী এক যুবকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্যাপ্টেন ও ক্রু সহ আরও সাত জন ক্রু সামান্য আহত হয় বলে জানায়।

ইবারাকী প্রদেশের কাশিমা বন্দরে এ ঘটনার পর ভোর ৫ টা ৪৫ মিনিটের দিকে উপকূলরক্ষী একটি জরুরি কল পেয়েছিলেন। ৪৯৮ টনবাহী কার্গো জাহাজ হায়াতো’র  কোন ক্রু আহত হয়নি বলে জানা যায়।

ফিশিং জাহাজটি যে মৎস্য সমবায়টির অন্তর্ভুক্ত ছিল তার মতে কার্গো জাহাজটি প্রবেশের সময় বন্দর ছেড়ে যাওয়া ফিশিং জাহাজ ফুডু মারু নং ৫ ধাক্কা খায়।এমনটাই জানায় মৎস্য সমবায়ের এক ব্যক্তি।