A cargo ship sank in the Sea of Japan

জাপান সমুদ্রে ডুবে গেছে কার্গো জাহাজ

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :   ২২ মে জাপান সমুদ্রে একটি কার্গো জাহাজ ডুবে গেছে বলে খবর পাওয়া যায়।

উত্তর কোরিয়ান পতাকাবাহী জেনারেল কার্গো জাহাজ চং বং জাপান সমুদ্রের ওকিওশিমা দ্বীপ, ওকি আর্কিপেলাগো থেকে ২৭ নটিক্যাল মাইল উত্তরে পরিত্যক্ত অবস্থায় ভাসতে থাকার খবর পাওয়া যায়।

২১ মে বিকেলে জাহাজটি অক্ষম হয়ে যায় এবং  জাহাজটি ভাসতে থাকে।

জানা যায় ২২ মে স্থানীয় সময় বিকেল ০৪:৪০ মিনিটেও জাহাজের এআইএস চালু ছিল এবং  জাহাজটি তখনও ভাসমান অবস্থায় বয়ে যাচ্ছিল।

দূর্ঘটনা কবলিত জাহাজটি ২১ মে টোকিওর সময় প্রায় ২৩:০০ মিনিটে সাহায্য চেয়ে এই দুর্দশার সংকেত জারি করে।

নাবিক সদস্যরা জানায় জাহাজে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করছে এবং তারা সকলেই ইতিমধ্যে জাহাজটি পরিত্যাগ করেছে।

তাদের সংকেত পেয়ে পার্শ্ববর্তী জাহাজ গুলো বুঝতে পারে যে, ঐ জাহাজের সকল নাবিক জাহাজটি ত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিয়েছে এবং তারা সকলে খুব ভয়াভহ অবস্থায় আছে।

পরবর্তীতে উত্তর কোরিয়ান পতাকাবাহী ইউজং ২ নামের একটি ট্যাঙ্কার 22 মে স্থানীয় সময় বিকেল ০৪:৩০ মিনিটে দূর্ঘটনা স্থলে পৌছায়।

অতঃপর সকল নাবিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে এবং কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তারা।

জাহাজটিতে মোট ২১ জন নাবিক ছিলেন  এবং উদ্ধারকৃত নাবিকরা সকলেই সুস্থ আছেন বলেও জানা যায়।

২২শে মে যখন বিপর্যস্ত জাহাজ চং বং এর এআইএস সর্বশেষ অবস্থান থেকে প্রায় ৩ ঘন্টা নিখোঁজ দেখায়।

তখন স্থানীয় সময় সন্ধা ০৭:২০ মিনিটে টংকার ইউজং ২ ঐ জাহাজের সর্বশেষ অবস্থান থেকে একটু দূরে যাত্রা অবস্থায় ছিল।

পরবর্তীতে নিশ্চিত করা হয় যে জাপান সমুদ্রে ডুবে গেছে ঐ কার্গো জাহাজ ।

আরোও পড়ুন…

ঘূর্ণিঝড়ে ভারতে বার্জ ডুবে ২৬ জনের মৃত্যু এবং ৪৯ জন নিখোঁজ