General cargo ship sank in Java Sea; 15 sailors rescued

জাভা সী তে ডুবে গেলো জেনারেল কার্গো জাহাজ; ১৫ জন নাবিক উদ্ধার

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  ২০শে জানুয়ারী, বুধবার ইন্দোনেশিয়া পতাকাবাহী SATYA BERIAYA জেনারেল কার্গো জাহাজটি ডুবে গেছে। উত্তর জাভা সমুদ্রের বেলিতুং রিজেন্সি, বাঙ্কা বেলিতুং দ্বীপপুঞ্জে এ ঘটনাটি ঘটে। জাহাজটি জাভা সাগর হয়ে জাকার্তা যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়। জাহাজটি ঐ সময় কওলিনের মালামাল বহন করছিল। জাহাজটিতে ১৫ জন নাবিক সদস্য ছিলেন।তাদের মধ্যে ৭ জন জাহাজ ছেড়ে চলেগিয়েছিল এবং বাকি ৮ জন নাবিক জাহাজটি উদ্ধারকাজে সহায়তা করার জন্য থেকে যায়।

তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি এবং কী কারণে ডুবেছিল তা এখনও পরিষ্কার নয়। জাহাজটির মালিক ইন্দোনেশিয়া এবং   ইন্দোনেশিয়ার শ্রীজায়া সেগ্রামা উতামা পিটি দ্বারা পরিচালিত।

জাহাজ ক্যাপসাইজিং বা ডুবে যাওয়ার সাথে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ২০২০ সালে ১৭ ডিসেম্বর ১৫ জন নাবিককে নিয়ে কার্গো জাহাজ জিন হং ভিয়েতনামের উপকূলে এসে কাত হয়ে গিয়েছিল, ২৮ ডিসেম্বর বরেন্টস সাগরে মাছ ধরার জাহাজ ওঙ্গা ডুবেছিল এবং চিনা কার্গো জাহাজ ডিঙ্গাওজিআই ৭ ৩১ ডিসেম্বর, ১৩ জন ক্রু সহ ডুবে ছিল।

২০২১ সালের ১৬ই জানুয়ারী আলাবামায় একটি ছোট জাহাজ ডুবেছিল, যার ফলে কমপক্ষে একজন মারা যায়। ১৭ জানুয়ারী, ইউক্রেনের কার্গো জাহাজ অরভিন ১৩ জন ক্রু সদস্য নিয়ে ডুবে যায়। এছাড়াও ১৭ই জানুয়ারী অফশোর সরবরাহকারী জাহাজ মারময়েড চ্যালেঞ্জার বোর্নিওর উত্তর-পূর্বে ৭ জন ক্রু সদস্য নিয়ে ডুবে যায়।

লাইট হাউজ ভ্যাসেল সুরক্ষা ঝুঁকি সংক্রান্ত প্রতিবেদন।