তাইওয়ান স্ট্রেইটের পেঙ্গু দ্বীপ উপকূলের সমুদ্র সৈকতে ভূতুরে জাহাজের দেখা

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  ১৮ই জানুয়ারী সকালে তাইওয়ান স্ট্রেইটের জিজিয়ু দ্বীপের উত্তর উপকূল সমুদ্র সৈকতের দক্ষিণ পেঙ্গু মেরিন ন্যাশনাল পার্ক  অঞ্চলে একটি নামহীন পরিত্যক্ত কার্গো জাহাজ, ভেসে বেড়াতে দেখা যায়।

পেঙ্গু মেরিন প্যাট্রোল ঘটনাস্থলে এসে পৌঁছালে সেখানে কাউকে দেখতে পায় না এবং তারা জাহাজটি পরিদর্শনকালে বুঝতে পারে যে, তাদের  পক্ষে জাহাজটি সনাক্ত করা সম্ভব হবে না। কারণ তারা জাহাজটির উপরে উঠতে পারেনি। জাহাজের স্টারবোর্ড সাইডের অ্যাঙ্করটি  ড্রপট অবস্থায় দেখা যায়।

facebook@thelighthouse.com.bd

 

তেবে জাহাজের চেহারা দেখে ধারনা করা হচ্ছে, জাহাজটি হয় অন্যকোথাও থেকে ঝড়ের কবলে পড়ে নোঙ্গর  নিয়েই এখানে চলে আসে। পেঙ্গু মেরিটাইম কতৃপক্ষ স্পষ্ট করে যে,এটি পরিত্যক্ত এবং দীর্ঘমেয়াদী লেভ-আপ অথবা  জাহাজটি কোন ইয়ার্ডে স্ক্র্যাপ করার জন্য তার নিচে টো করা ছিল এবং  টোয়েজটি ছিড়ে ফেলেছিল।

এটি প্রায় ৫০ হাজার GRT এর জেনারেল কার্গো জাতীয় একটি মাঝারি আকারের জাহাজ বলে ধারনা করা হচ্ছে।

লাইট হাউজ ভ্যাসেল সুরক্ষা ঝুঁকি সংক্রান্ত প্রতিবেদন।