তাইওয়ান স্ট্রেইটে জাপানি যাত্রীবাহী রো-রো জাহাজ ডুবি,৫ জন নাবিক নিখোঁজ

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

নিজস্ব সংবাদদাতা : ২৩শে অক্টোবর টুভালু পতাকাবাহী সীট্রান ফেরি ১২ (এক্স নেম-অলিভ মারু ৮) যাত্রীবাহী রো-রো কার্গো জাহাজ তাইওয়ান স্ট্রেইটের কাওসিং তাইওয়ানে রুক্ষ আবহাওয়ার কবলে পড়ে এবং জাহাজ থেকে বিপদজনক সংকেত জারি করে,২৩শে অক্টোবর গভীর রাতে তাইওয়ানের উদ্ধারকারী জাহাজটি ঘটনা স্থলে যায় এবং জাহাজের ৫ জন নাবিককে পানিতে লাইফ জ্যাকেটে ভাসমান অবস্থায় পাওয়া যায়।তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দু’জন আহত হয়। তবে ভাগ্যক্রমে সবাই নিরাপদে রয়েছেন বলে জানা যায়।জাহাজে মোট ১০ জন নাবিকের মধ্যে,বাকি ৫ জন নাবিক এখনও নিখোঁজ, উদ্ধারকারী জাহাজের অপারেশন চলছে।

 

এই বছরের শুরুর দিকে জাপানের থাইল্যান্ড সিট্রান ফ্রি সংস্থাটি সীট্রান ফেরি ১২ কিনেছিল, জাহাজটি উপসাগরীয় যাত্রীবাহী লাইনে মোতায়েনের জন্য জাপান থেকে থাইল্যান্ড, সিয়ামের উপসাগরে যাচ্ছিল। জাহাজের সমস্ত নাবিক থাই নাগরিক বলে জানা যায়।