One of the two ships sank, another was abandoned and one died due to dangerous problems in the South China Sea.

দক্ষিণ চীন সমুদ্রে বিপজ্জনক সমস্যায় পড়ে দুটি জাহাজের একটি ডুবে যায়,আরেকটি পরিত্যক্ত এবং ১জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

মেরিটাইম ডেস্ক : দক্ষিণ চীন সাগরে অবস্থিত ভিয়েতনামের উপকূলে দু’টি চীনা পণ্যসম্ভার জাহাজ সমস্যায় পড়ে বলে জানা যায়। এর একটি হল, মার্শাল আইলেন্ড পতাকাবাহী ট্যাঙ্কার জাহাজ চেম সিনইয়ু এবং অপরটি সিয়েরা লিওনে পতাকাবাহী জেনারেল কার্গো জাহাজ ডং ইয়াং। সোমবার ২১শে ডিসেম্বর চেম সিনইয়ু আন্তর্জাতিক সময় প্রায় ১২:০০ মিনিটে একটি বিপজ্জনক সঙ্কটের সংকেত জারি করে এবং জাহাজের ইঞ্জিন রুমে দুর্ঘটনার খবর দেয়। দুর্ঘটনায় ১ জন নাবিক মারা গেছে, ৪ জন আহত হয়েছে এবং আহতদের তাৎক্ষণিক চিকিত্সার সহায়তা প্রয়োজন বলেও রিপোর্টে জানায় । সিজি, ভিয়েতনাম নেভি এবং মেরিটাইম সেফটি সাহায্যের জন্য ঘটনাস্থলে বোট প্রেরণ করে এবং পাশাপশি ঐ অঞ্চলের আশপাশ দিয়ে পাসিং হওয়া কোন জাহাজ বা মাছ ধরার সমস্ত বোটকে সম্ভব হলে সহায়তা করার জন্য বলা হয়। ট্যাংকার জাহাজটি সিঙ্গাপুর থেকে চীন যাওয়ার পথে এমন দুর্ঘটনা ঘটে।

অপরদিকে ২১শে ডিসেম্বর আন্তর্জাতিক সময় প্রায় ০৮:৩৮ মিনিটে জেনারেল কার্গো জাহাজ ডং ইয়াং আরো একটি বিপজ্জনক সঙ্কটের সংকেত জারি করে জাহাজটি জাহাজটি ডুবে যাওয়ার খবর দেয় এবং তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে নেওয়ার সহায়তা চায়। ঝোড়ো আবহাওয়ায় জাহাজটি ২৫ ডিগ্রি লিস্ট তৈরি করে, সমুদ্রের বিশাল ঢেউয়ের প্রভাব হ্রাস করার চেষ্টা করে ঘুরে দাঁড়ায়। পরে জানা যায় যে জাহাজের ১০ জন নাবিক লাইফবোটে সাপোর্ট নেয়।ভিয়েতনামের এমআরসিসি সমন্বিত সর্চ এন্ড রেসকিউ অপারেশন চলছে।