পোশাক শিল্পের একজন মার্চেন্ডাইজারে রিয়েলাইজেশন

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ২১, ২০২০


বাংলাদেশ ভাল নেই। এ দেশের গার্মেন্টস শিল্প আজ সত্যিই হুমকির মুখে। সবাই হয়ত সরকার/বিজিএমই কে দোষারোপ করছেন, যে কেন গার্মেন্টস খুলে দিচ্ছে। এই ধরনের আত্বঘাতী সিদ্ধান্ত কেন নিয়া হয়েছে ? কেন কর্মীদেরকে জোরপুর্বক কাজে নিয়োজিত করা হয়েছে ?

এই সব প্রশ্নের উত্তর সাধারণ জনগনের কাছে থাকবে না এটাই স্বাভাবিক । কারন তিনারা জানেন না গার্মেন্টস মালিকরা কিভাবে এই শিল্প রান করছেন । কিভাবে বেতন/বোনাস দিচ্ছেন, কোথায় থেকে আসছে এই টাকা যেখানে কাস্টমাররা সকল অর্ডার কেন্সেল করে দিয়েছেন । এই ব্যাপার গুলো শুধু মাত্র তারাই জানেন যারা জীবন বাজি রেখে কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। শুধু তারাই জানেন যাদের কোন ঘুম নেই এই রকম মহামারি সিচুয়েসনে। তাদেরকে আমার পক্ষথেকে সেলুট।

এই ক্রান্তিকালে আমি আমার অবস্থান থেকে চেস্টা করছি দেশের ইকোনোমির হালটা ধরে রাখতে। চেস্টা চালিয়ে যাচ্ছি কাস্টমারদেরকে ম্যানেজ করতে । জানিনা কত দিন লাগবে এই অবস্থার উন্নতি হতে তবে হাল ছাড়ব না কথা দিচ্ছি।

আজ @মোস্তাফিজ ভাইয়ার ওয়াল দেখে সত্যিই অবাক হলাম। অনেক খারাপ লাগল ভাইয়ার চোখে পানি দেখে। দোয়া করি এই খারাপ সময় যেন দ্রুত শেষ হয়ে যায়।
লেখক-
রাজিব রহমান
সিনিয়র মার্চেন্ডাইজার
টিম হেড (পিডিএস মাল্টিন্যাশনাল লিমিটেড)