বঙ্গোপসাগরে কনটেইনার জাহাজের ট্যাঙ্ক ফেটে অয়েল স্পিলেজ

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  বঙ্গোপসাগরে ডিভন নামের একটি কনটেইনার জাহাজের পোর্টসাইডের জ্বালানী ট্যাঙ্ক ফেটে অয়েল স্পিলেজ শুরু হয়।

চেন্নাইয়ের প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে এবং জাহাজটি যথাযথভাবে এমআরসিসি কলম্বোকে এ দুর্ঘটনার বিষয়টি অবহিত করেন।

এদিকে জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার খবর পেয়ে ভারতীয় কোস্টগার্ড সতর্ক রয়েছে বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

তদন্তে জানা গেছে যে পর্তুগিজ পতাকাবাহী জাহাজ এমভি ডিভন ১৬ই জুন কলম্বো থেকে  পশ্চিমবঙ্গের হালদিয়া যাওয়ার পথে পোর্টসাইড অয়েল ট্যাঙ্কের তলদেশে ফাটলের সৃষ্টি হয়।

ট্যাঙ্কে প্রায় ১২০KL পরিমান সালফার ফুয়েল অয়েল ছিল এবং কোন রকম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আগে, প্রায় ১০ KL পরিমান অয়েল স্পিলেজ হয়ে যায়।

তবে, ট্যাঙ্কের অবশিষ্ট অয়েলগুলো জাহাজের নাবিকদের সাহায্য অন্য ট্যাঙ্কে স্থানান্তরিত করা হয় বলে জানায় মন্ত্রণালয়।

এই জাহাজটি প্রায় ১০,৭৯৫ টন সাধারন পন্যের ৩৮২টি কনটেইনার বহন করছিল।

পরবর্তীতে ১৭ই জুন জাহাজটি হালদিয়ার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে এবং সম্ভবত জাহাজটি ১৮ই জুন তাদের গন্তব্যে পৌঁছে গেছে।

মন্ত্রণালয় বলেন, আইসিজি এমভি ডিভনের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রেখেছে এবং মাস্টার জানায় যে, তাদের জাহাজটি স্থিতিশীল আছে।

চেন্নাইয়ের আইসিজি দূষণ প্রতিক্রিয়া দলকে সতর্কতারসহীত স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে।

এছাড়াও, সমুদ্রের আইসিজির জাহাজ এবং বিমানও মোতায়েন করা হয়েছে।

 

বঙ্গোপসাগরে কনটেইনার জাহাজের ট্যাঙ্ক ফেটে অয়েল স্পিলেজ

আরোও পড়ুন…

আদেন উপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১৫ নাবিক উদ্ধার