বঙ্গোপসাগরে ড্রিলিং রিগ ভেঙে সমুদ্রে ভাসছে,ঘূর্ণিঝড় নিভারের শিকার

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা : লাইবেরিয়া পতাকাবাহী ড্রিলিং রিগ ওলিন্ডা স্টার,ভারতের কাকিনাদা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে।ধারনা করা হচ্ছে ঐ স্থান দিয়ে ঘূর্ণিঝড় নিভাড় যাত্রা চলাকালীন সময়ে ড্রিলিং রিগের নোঙ্গর ছিড়ে গিয়েছে। বোর্ডে কোনও লোক ছিলোনা।২০১৮ সালের ডিসেম্বরে,ঘূর্ণিঝড় ফেইথাই প্যাসেজের সময় ভারী তালিকা তৈরি করেছিল,তাই কর্মীদের আগেই সরিয়ে নেওয়া হয়। ড্রিলিং রিগ ওলিন্ডা স্টারের এআইএস ২০২০ সালের নভেম্বরের শুরু থেকেই চালু ছিল কিন্তু ২০২০ সালের ২৫শে নভেম্বরে বন্ধ হয়ে যায়।