বঙ্গোপসাগরে মাছের কোন বর্ডার নেই

প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২০

নিজস্ব সংবাদদাতা- বাংলাদেশ, ভারত এবং মায়ানমার বঙ্গোপসাগরকে আইনতভাবে বিভক্ত করেছে, তবে মাছ বা ফিশাররা উভয়ই এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) মানচিত্রের লাইন দ্বারা আবদ্ধ নয়। আরও ভাল ক্যাচের আশায়, জেলেরা জেনে বা অজান্তেই সীমানা অতিক্রম করে।

বঙ্গোপসাগরের মৎস্যজীবন টিকিয়ে রাখতে হলে মৎস্য সম্পদের সক্রিয় সহযোগিতা ও যৌথ ব্যবস্থাপনা একান্ত জরুরি। বাংলাদেশ সরকার খুব দ্রুত এসব বিষয়ে সিদ্ধান্ত না নিলে, বঙ্গোপসাগরে মাছ সম্পদএবং বঙ্গবসাগর থেকে মৎস্য আহরণ কারি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ভোগান্তির শিকার হচ্ছে।