বাংলাদেশী বাল্ক ক্যারিয়ার জাহাজে এক নাবিকের মৃত্যু

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : চায়নায় অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় এক নাবিকের মৃত্যু হয় বলে জানা যায়।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা হংকং বন্দরের বর্হিনোঙ্গরে কার্গো অপারেশনের কাজ চলছিল।

বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল আমিন জানায়, জাহাজটিতে মোট ২৭ জন নাবিক ছিলেন।

ঐ এক নাবিকের মৃত্যুর পর বাকি ২৬ জন নাবিকসহ হংকং বন্দর কতৃপক্ষ জাহাজটিকে কোয়ারেন্টিনে থাকার আদেশ দেয়।

বিএসসির সচিব আশরাফুল জানান, গত ২১ জুন চায়নার হংকং বন্দরের বর্হিনোঙ্গরে থাকা অবস্থায় বাল্ক ক্যারিয়ার বাংলার জয়যাত্রা  জাহাজে মোকাররম হোসেন (৫৫) নামের নাবিক  ঘুমন্ত অবস্থায় মারা যান।

পরবর্তিতে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে কোভিড পজেটিভ আসে।

এরপর এমভি জয়যাত্রার অন্যান্য নাবিকদের আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান।

বাকি ছাব্বিশ জন নাবিকের নমুনা এখনও পাওয়া যায়নি। তাদের সকলকে ২১ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দেয় হংকং কতৃপক্ষ।

বিএসসি, হংকংয়ে বাংলাদেশ দূতাবাস  এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে  নিয়মিত এ বিষয়ে যোগাযোগ এবং ওই নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হছে।

বিএসসি সূত্রে জানা যায়, জাহাজটি গত ১০ জুন চট্টগ্রাম থেকে হংকংয়ের উদ্দেশ্য যাত্রা করে।

এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি চার্টাড জাহাজ হিসেবে বিভিন্ন দেশে পণ্য পরিবহন করে থাকে। বাংলাদেশী বাল্ক ক্যারিয়ার জাহাজে এক নাবিকের মৃত্যু

এটি ২০১৮ সালে শিপিং করপোরেশনের বহরে যুক্ত হয়।

আরোও পড়ুন…

কী-ওয়ার্কার স্বীকৃতি প্রদান পূর্বক কোভিড-১৯ টীকা প্রাপ্তি এবং নাবিকদের আন্তর্জাতিক ভাবে চলাচল নিষেধাজ্ঞার আওতা মুক্ত রাখার দাবী