বাংলাদেশের বহির্নোঙ্গরে আটকে পড়া ভারতীয় নাবিকরা আগামীকাল দেশে ফিরবে

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ১০ ই জুন বুধবার ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করোনা মহামারীর প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকে পড়া ৪৫ ভারতীয় নাবিক কে ঢাকা থেকে দিল্লিতে ফিরিয়ে নিতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই মুহূর্তে ৪৫ জন ভারতীয় নাবিক বন্দরনগরী চট্টগ্রামে অবস্থান করছে। সূত্র মতে ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবে। আটকে পড়া নাবিকদের ফিরিয়ে নিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিদেশ মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃক ও ভারতীয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী দশই জুন ঢাকা থেকে সকাল ৯ টায় দিল্লির উদ্দেশ্যে উড্ডয়ন করে দিল্লির স্থানীয় সময় দুপুর ১২:৩০ এ অবতরণ করবে বলে আশা করছে। ৪৫ জন ভারতীয় নাবিক কে ফিরিয়ে নিতে সার্বিক তত্ত্বাবধানে আছে বোম্বাই ভিত্তিক সী ডগস প্রাইভেট লিমিটেড। নাবিকদের ফিরিয়ে নিতে ৭২ আসনের ব্র্যান্ড নিউ এটিআর৭২-৬০০ এয়ার ক্রাফট দিয়ে ফ্ল্যাটটি পরিচালনা করবেন।


ইতোপূর্বে করোনা মহামারীর প্রাদুর্ভাব এর কারণে চেন্নাই ও ব্যাংককে আটকে পড়া ৩০০০ বাংলাদেশী নাগরিক ফিরিয়ে আনতে এবং ২৮ জন তাইওয়ানের নাগরিক ফিরিয়ে নিতে ঢাকা থেকে দিল্লিতে ইউএস বাংলার বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছিল। বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃক নির্দেশিত সামাজিক দূরত্ব এবং নির্ধারিত বিধিনিষেধ মেনে ইউ এস বাংলা এই ফ্লাইটটি পরিচালনা করবেন বলে আশা করছে।