বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল

বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১
কলকাতা বন্দরে জটিলতা: বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চায় নেপাল

আন্তর্জাতিক পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ভারতের কলকাতা বন্দর ব্যবহারে নানা জটিলতা থাকায় বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারে আবারও আগ্রহ প্রকাশ করেছে নেপাল।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দৈনিক প্রথম আলো।

ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত বানশিধর মিশ্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, নেপাল বাংলাদেশের বন্দর ব্যবহার করতে আগ্রহী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।

বৃহস্পতিবার মতিঝিলের ফেডারেশন ভবনে সাক্ষাৎ করেন তারা।

নেপালের রাষ্ট্রদূত বানশিধর মিশ্র বলেন, “জলবিদ্যুৎ ও পণ্য বাণিজ্যে বাংলাদেশ ও নেপালের বিপুল সম্ভাবনা রয়েছে। এই খাতে বাংলাদেশিদের উদ্যোক্তারাও বিনিয়োগ করতে পারেন।”

এদিকে এফবিসিসিআইয়ের সহসভাপতি নেপালকে বাংলাদেশ থেকে আলু আমদানির আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছরের মার্চে দেশটির রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির ঢাকা সফরে বৈদেশিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশের তিন সমুদ্র বন্দরের (চট্টগ্রাম, মোংলা ও পায়রা) পাশাপাশি আকাশ, রেল ও নৌপথ ব্যবহারের আগ্রহ দেখিয়েছিল।