বাংলাদেশে নদী দখলদার ৬৫ হাজার ১২৭ জন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

লাইটহাউজ নিউজ ডেক্স: সারা দেশে কত জন অবৈধভাবে নদী দখল করেছেন সেই তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, এই তালিকা ধরে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশের নদীগুলো দখলমুক্ত করার জন্য ২০১০ সাল থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দেশের বিভিন্ন নদীর তীরবর্তী জমি থেকে এ পর্যন্ত ২১ হাজার ৪৪৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এতে ৭২৩ দশমিক ৬২ একর জমি পুনরুদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ঢাকা নদী বন্দরে ১৬ হাজার ৪২৪টি, নারায়ণগঞ্জ নদী বন্দরে ৪ হাজার ৭৬৯টি, বরিশাল নদী বন্দরে ১৪১টি, আশুগঞ্জে ৫০টি এবং নওয়াপাড়া নদী বন্দর থেকে ৫৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

খালিদ মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নদী রক্ষা কমিশন সব জেলা প্রশাসকের মাধ্যমে দেশের নদ-নদীর অবৈধ দখলদারদের তালিকা করেছে।

তালিকা অনুযায়ী সারা দেশে ৬৫ হাজার ১২৭ জন অবৈধ নদী দখলদার রয়েছেন।

সারা দেশে অভিযান পরিচালনা করে প্রায় ১৯ হাজার ৮৭৪ জন অবৈধ নদী দখলদারকে উচ্ছেদ করা হয়েছে।