Infections on three ships returning to India have killed one sailor and two others in critical conditio

ভারত ফিরতি তিন জাহাজে সংক্রমন ১ নাবিকের মৃত্যু ও ২জন আশঙ্কাজনক

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, মে ২০, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  ভারত ফিরতি তিন জাহাজে সংক্রমন ১ নাবিকের মৃত্যু ও ২জন আশঙ্কাজনক । পরিশোধিত চিনির কার্গো নিয়ে এপ্রিলের শেষের দিকে ভারত থেকে আসা পানামা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার হিলমা বাল্কার জাহাজটি ইন্দোনেশিয়ার সিলাকাপে পৌঁছায়।

জাহাজটিতে ১৩ জন ফিলিপিনো জাতীয়তার নাবিকসহ মোট ২০ জন নাবিক ছিল।

জাহাজটি সিলাকাপে পৌঁছার পর পরই ইন্দোনেশিয়ান কতৃপক্ষ ইতিবাচক পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া যায়।

এদের মধ্যে একজন ৫০ বছর বয়সী ফিলিপিনো নাবিককে সিলাকাপের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অতঃপর তিনি ১১ই মে ইন্দোনেশিয়ার দক্ষিণ জাভার, সিলাকাপের হাসপাতালে চিকিৎসা চলাকালীন অবস্থায় মারা যান।

ইন্দোনেশিয়ান কতৃপক্ষ জাহাজটিকে কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়।

পরবর্তীতে জাহাজের পণ্যসমূহ আনলোড করে কার্গো অপারেশন শেষ করে সিঙ্গাপুরে যাত্রা করবে।

ইন্দোনেশিয়ান কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী জাহাজের সমস্ত ক্রুদের ইন্দোনেশিয়ান ক্রুদের সাথে রিপলেস করতে হবে এবং ফিলিপিনো সমুদ্র নাবিকদের দেশে ফিরিয়ে নিতে হবে।

জাহাজটিতে অসুস্থতার বৈশিষ্ট্য সম্পর্কে বা ক্রু টিকা সম্পর্কে কোনও বিবরণ নেই বলে জানায় ইন্দোনেশিয়ান কতৃপক্ষ।

এদিকে মাল্টা পতাকাবাহী স্কাইয়াথস ১ কনটেইনার জাহাজের এক নাবিকে ১০ই মে এবং আরেকজনকে ১৩ই মে অসুস্থ অবস্থায় ভ্যালেন্সিয়া স্পেনের হাসপাতালে ভর্তি করা হয়।

ডাক্তার দুজনের অবস্থা “গুরুতর, অবনতিশীল” বলে বর্ণনা করেন। যার মধ্যে এক জন কে আইসিইউতে রাখা হয়েছে।

যেহেতু ইতিবাচক পরীক্ষায় উভয়ের মধ্যে করোনা পজেটিভ দেখা যায় তাই তাদের অসুস্থতার কারন কোভিডকে দায়ী করে ডাক্তার।

ভ্যালেন্সিয়ায় সিঙ্গাপুর পতাকাবাহী মার্স্ক উটাহ নামের আরো একটি কনটেইনার জাহাজ রয়েছে।

যা মে মাসের শেষের দিকে আলজেসিরাস, টাঙ্গার, সালালাহ, সুয়েজ হয়ে ভ্যালেন্সিয়ায় পৌঁছায়।

তবে জাহাজটি ভারত থেকে তার যাত্রা শুরু করে বলে জানা যায়। ইতিবাচক পরীক্ষায় এই জাহাজটিতেও কিছু করোনা পজেটিভ পাওয়া যায়।

স্কাইয়াথস ১ এবং মার্স্ক উটাহ উভয় কনটেইনার জাহাজে পুরোপুরি ১৩ জনের শরীরে করোনা পজেটিভ সনাক্ত হয়।

ভ্যালেন্সিয়া কতৃপক্ষ উভয় জাহাজকে “কোয়ারান্টাইন” এর অধীনে থাকার নির্দেশ দেয়।

ভারত ফিরতি তিন জাহাজে সংক্রমন ১ নাবিকের মৃত্যু ও ২জন আশঙ্কাজনক

আরোও পড়ুন…

ইতালীয় কনটেইনার জাহাজে ক্যাপ্টেনের মৃত্যু!