ভূমধ্যসাগরে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক :  ভূমধ্যসাগরে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। গ্রীক দ্বীপ কিথেরার পশ্চিমে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে পণ্যবাহী জাহাজ দুটির সংঘর্ষের খবর পাওয়া যায়।

১৩ই মার্চ, শনিবার লাইবেরিয়া পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার কিভেলি জাহাজের হেড ও মাল্টা পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার আফিনা আইয়ের হালের সংঙ্গে এই ভয়ংকর সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষের পরে জাহাজ দুটি ঐ অবস্থায় বন্দরের পাশে কিছু সময়ের জন্য সংযুক্ত ছিল।

অতঃপর এই সংঘর্ষের ঘটনা উল্লেখ করে স্থানীয় কোস্টগার্ডের নিকট সাহায্য চেয়ে কল করা হয়।

পরবর্তীতে হেলেনিক কোস্টগার্ডের চারটি টহল বোট এবং পাশাপাশি একটি সমুদ্র দূষণ রেসপন্স জাহাজ ঘটনাস্থলে প্রেরণ করেন।

তদন্ত ও পর্যবেক্ষনের সার্থে তাদের সাথে বেশ কয়েকজন ভাল বিশেষজ্ঞও ঘটনা স্থলে গিয়েছে।

একটি বেসরকারী উদ্ধার সংস্থা দূর্ঘটনা কবলিত জাহাজের সুরক্ষা প্রতিক্রিয়া জানায় এবং জাহাজগুলোকে সুরক্ষিত করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে বলে জানা যায়।

হেলেনিক কোস্টগার্ডের জয়েন্ট সার্চ অ্যান্ড রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের জানায়, সংঘর্ষের ফলে উভয় জাহাজে পানি প্রবেশ করছে।

তবে কোনও সামুদ্রিক দূষণের আলমত দেখা যায়নি এবং দুই জাহাজের নাবিক সদস্যরাও কোন ক্ষতি হয়নি বলে জানান তারা।

তারা বলেন, আফিনা আই জাহাজটি লোহা দ্বারা এবং কেভেলি জাহাজটি সার দ্বারা বোঝাই করা এবং উভয় জাহাজ প্রচুর ক্ষয় ক্ষতির শিকার হয় বলে জানান তারা।

মেরিনট্রাফিক এআইএস ট্র্যাকিংয়ের ভিত্তিতে, উদ্ধারকারী টগ অ্যাপলন দ্বারা উভয় জাহাজকে ইলাফোনিসোস এবং নেওপোলি ভায়ওনের মধ্যে একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

পরবর্তীতে ১৪ই মার্চ নেওপোলি ভায়ওনের অ্যাঙ্কারেজ এড়িয়ায় আন্তর্জাতিক সময় দুপুর ১৪:৩০ মিনিটে অ্যাঙ্কার করা হয় এবং জাহাজ দুটির কাঠামো ক্ষতিগ্রস্থ অবস্থায় থাকে যায়।

বন্দর কতৃপক্ষ উভয় জাহাজকে একত্রে থাকার নির্দেশ দেয়।

রুক্ষ আবহাওয়া জাহাজ দুটিকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করতে প্রাথমিক ভাবে টো বাঁধতে অনেক বিঘ্ন ঘটায়।

অবশেষে সফলভাবে কার্যক্রমটি সম্পন্ন করতে সক্ষম হয়।

আর্কিপেইলাগোসের মতে, আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভূমধ্যসাগরে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজের মুখোমুখি সংঘর্ষ

আরোও পড়ুন…

জাপানি সাবমেরিন ও বাল্ক ক্যারিয়ার সংঘর্ষে তিন নাবিক আহত