মালয়েশিয়ায় ওয়েল প্ল্যাটফর্মের সাথে অফশোর ভেসেলের সংঘর্ষে জাহাজ ডুবি,১ জনের মৃত্যু ও ১২৪ জন উদ্ধার।

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

নিজস্ব সংবাদদাতা : আজ ২৭ অক্টোবর আন্তর্জাতিক সময় ০৩:০০মিঃ এ ওয়েল প্ল্যাটফর্মের সাথে মালয়েশিয়ান পতাকাবাহী অফশোর জাহাজ ডায়াং টোপাজ এর সংঘর্ষে জাহাটি ডুবে যায়।মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় বোর্নিওর কোয়ালালাম, সারওয়াক, অফশোর উপকূলের বেরামবি ওয়েল প্ল্যাটফর্মে এ ঘটনাটি ঘটে।

মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এর প্রধান মোহামাদ জুবিল ম্যাট সোম এক বিবৃতিতে বলেন, খারাপ আবহাওয়ায় কারনে জাহাজটির অ্যাঙ্কর চেইন ছিরে যায় এবং বেরামবি ওয়েল প্ল্যাটফর্মে প্রবেশ করে এবং দুর্ঘটনাটি ঘটে।জাহাজটিতে মোট ১২৫ জন ক্রু এবং অফশোর কর্মী ছিল। ১২১ জনকে উদ্ধার করা হয়, ১ জনের মৃত্যু হয়, ৪ জন নিখোঁজ ছিল অতঃপর নিখোঁজ ৪ জন কেও উদ্ধার করা হয় এবং তারা নিরাপদে আছে।


মুহম্মদ জুবিল জানান, ১২৫ জন ক্রু এবং অফশোর কর্মীরা জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে জাহাটি ডুবে যায়, পরে তাদের উদ্ধার করা হয়।তিনি বলেন অফশোর সাপোর্ট জাহাটি সম্ভবত ফ্লোটেল বা কর্মী স্থানান্তরের কাজে নিয়জিত ছিল বলে সেখানে অনেক লোক ছিল।
বেরামবি প্ল্যাটফর্মটি রাষ্ট্রীয় তেল সংস্থা পেট্রোনাসের তেল অনুসন্ধান ইউনিট পেট্রোনাস ক্যারিগালি দ্বারা পরিচালিত হয়।