Fires on oil platforms in the Gulf of Mexico; 1 worker killed and 2 missing

মেক্সিকো উপসাগরে অয়েল প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ড; ১ শ্রমিক নিহত এবং ২ জন নিখোঁজ

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : দক্ষিণ মেক্সিকো উপসাগরে একটি পেমেক্স পরিচালিত অফশোর অয়েল প্ল্যাটফর্মে ২২ আগস্ট গত রোবিবার বিকেলে অগ্নিকাণ্ড ঘটে, এতে ১ শ্রমিক নিহত ও ছয়জন আহত হয় এবং ২ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

পেমেক্স জানায়, ঘটনাটি ঘটেছে কে.এ প্রক্রিয়াকরণ কেন্দ্রের ই.কু.এ ২নং প্ল্যাটফর্মে, যা ক্যাম্পেচ সাউন্ডের কু-মালুব-জাপ ফিল্ডের অন্তর্গত।

স্থানীয় সময় বিকাল ০৩.১০ মিনিটে আগুন লাগে এবং প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাষ্ট্র পরিচালিত সংস্থা দক্ষিণ মেক্সিকো উপসাগরে অয়েল প্ল্যাটফর্মে অগ্নিকাণ্ড ‘র ঘটনায় ১ শ্রমিক নিহত, তিনজন আহত এবং ২ জন নিখোঁজ হয় বলে নিশ্চিত করেন।

এতে আরো একজনের স্নায়বিক ভাঙ্গন ও আহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

মেক্সিকোর কোটেমারের তিনজন কর্মীও আহত হয়েছেন এবং তিনজন নিখোঁজ রয়েছেন, পাশাপাশি বুফেতে ডি মনিটোরেও ডি কন্ডিসিওনেস ই ইন্টিগ্রিড দ্বারা নিযুক্ত দুই শ্রমিকও আহত হয় বলে জানা যায়।

নিখোঁজ কর্মীদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। পেমেক্স প্রতিষ্ঠানটি সুবিধাগুলোর অখণ্ডতা স্থিতিশীল করতে এবং ক্ষতির মূল্যায়ন করার জন্য কাজ করে যাচ্ছে।

পেমেক্স সংস্থা

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা অক্টাভিও রোমেরো বলেন, আগুনের উৎপত্তিস্থল নির্ণয় করতে তদন্ত চালানো হয়।

তিনি জানায়, গ্যাস লিকের কারণে প্ল্যাটফর্মে আগুনের উৎপওি হয় বলে তদন্তে বেড়িয়ে আসে।

এ ঘটনায় ছয় শ্রমিক আহত এবং দুইজন নিখোঁজ, যদিও প্ল্যাটফর্মের একটি কন্ট্রোল রুমে আরো দেহাবশেষ পাওয়া গেছে বলে জানান তিনি।

মেক্সিকো উপসাগরের অবস্থিত কু-মালুব-জাপ অয়েল ফিল্ডে, আগুন লাগার সময় প্ল্যাটফর্মটির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল বলে জানা গেছে।

এই কাজের সময় একটি গ্যাস লিকে আগুন লেগেছে কিনা তা নির্ধারণের জন্য একটি সম্পূর্ণ বিশ্লেষণ পরিচালিত হচ্ছে।

যা প্রতিদিন ৪২১,০০০ ব্যারেল (বি.পি.ডি) তেল উৎপাদন বন্ধ করে দেয়, যা মেক্সিকোর মোট উৎপাদনের প্রায় ২৫% তেল উৎপাদন।

সংস্থাটি আশা করছে 30 আগস্টের মধ্যে সাইটে সম্পূর্ণ উৎপাদন পুনরায় শুরু হবে।

কু-মালুব-জাপ বিশ্বের বৃহত্তম অফশোর তেল কমপ্লেক্সগুলোর মধ্যে একটি। এটি দক্ষিণ মেক্সিকো উপসাগরের ক্যাম্পেচে ৯০ কিলোমিটার উপকূলে অবস্থিত।

কু-মালুব-জাপ নামটি পেমেক্স ব্যবসায় ইউনিটকে বোঝায়। ইউনিটটিতে পাঁচটি উৎপাদনকারী ফিল্ড রয়েছে।

কু, মালুব, জাপ, বাকাব এবং লুম। চেকনটেপেকের পর কমপ্লেক্সটি মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম অয়েল প্লাটর্ফম।

আরোও পড়ুন…

সিঙ্গাপুর স্ট্রেইটে দুটি জাহাজে সশস্ত্র ডাকাতি