Cargo ship sinks in Mongla

মোংলায় কার্গো জাহাজ ডুবি

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

নিজস্ব সংবাদদাতা :  মোংলায় কার্গো জাহাজ ডুবি তে প্রচুর  ক্ষয় ক্ষতির শিকার হয় মালিক পক্ষ। মোংলার পশুর নদে কয়লাবোঝাই এম ভি বিবি ১১৪৮ কার্গো জাহাজ ডুবে গেছে। এখনোও পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি।

তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, বন্দরে আসা একটি বিদেশি জাহাজ থেকে ৭শ’ মেট্রিক টন কয়লা খালাস করে তোলা হয় এম ভি বিবি ১১৪৮ কার্গো জাহাজে।

শনিবার রাতে জাহাজটি মংলা বন্দর এ্যাংকার অঞ্চল থেকে কার্গো নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্যেশে ছেড়ে আসে।

                    thelighthouse.com.bd

 

যাত্রা পথে রাত ১১টার দিকে পশুর নদের বানীশান্তা এলাকায় পৌঁছালে হঠাৎ জাহাজের তলা ফেটে যায় এবং জাহাজটি ডুবে যায়।

মাস্টারসহ ১০ জন নাবিক ও একজন নিরাপত্তাকর্মী সাতরে নিরাপদ স্থানে পৌছায়। তারা সকলেই এখন নিরাপদ।

এদিকে, এখনও উদ্ধারকাজ শুরু না হলেও মার্কিংয়ের কাজ চলার কথা জানিয়েছে বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন।

বন্দর কর্তৃপক্ষ বলেন, দুর্ঘটনাটি মূল চ্যানেলের বাইরে ঘটায় নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, শীঘ্রই জাহাজটি ঐ স্থান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।

মোংলায় কার্গো জাহাজ ডুবি

আরোও পড়ুন…

জাহাজ থেকে সরকারি তেল চুরি, ক্রু সহ ১২ জন গ্রেফতার