৪.৩৭ বিলিয়ন টাকা ব্যয়ে পায়রা বন্দরের বার্নাবাদ চ্যানেল ড্রেজিংয়ে সরকারের উদ্যোগ

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
লাইট হাউজ ফাইল ফটো

নিজস্বসংবাদদাতা : বন্দর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত করার লক্ষ্যে পায়রা বন্দরের বার্নাবাদ চ্যানেলের জরুরি ড্রেজিং বজায় রাখতে সরকার উদ্যোগ নিয়েছে।

 

এই পদক্ষেপের অংশ হিসাবে, পায়রা বন্দর কর্তৃপক্ষ (পিপিএ) এবং বেলজিয়ামের সংস্থা জ্যান ডে নুল (ডিজেএন)১৭ ডিসেম্বর গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে জরুরি মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের জন্য চুক্তি সই হয়।

পিপিএ চেয়ারম্যান কমোডোর হুমায়ুন কল্লোল এবং জন ডি নুল (ডিজেএন) এর প্রকল্প পরিচালক জ্যান মোয়েন্সের চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিপিং সেক্রেটারি মোহাম্মদ মেসবাহ উদ্দিন চৌধুরী এবং পিপিএর সদস্য (বন্দরে এবং সামুদ্রিক) মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।

ড্রেজিংয়ের কাজগুলো ৭৫ কিলোমিটার দৈর্ঘ্য এবং ১০০-১২৫ মিটার প্রস্থ বার্নাবাদের চ্যানেল (৬.৩ মিটার গভীর) থেকে প্রায় ৯.৭৫ মিলিয়ন ঘনমিটার পলিগুলি সরিয়ে ফেলতে সহায়তা করবে।

৪.৩৭ বিলিয়ন টাকা ব্যয়ে ড্রেজিং এর কাজ ১৮ মাসের মধ্যে সম্পন্ন হবে।

এই  ড্রেজিংয়ের ফলে বন্দরে কয়লা, সিমেন্ট, ক্লিনকারস, খাদ্যশস্য, সার এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের সহজতর ব্যবস্থা করবে।

প্রতিমন্ত্রী বলেন, পায়রা বন্দর ২০৩৫ সালের মধ্যে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য হারে অবদান রাখতে সহায়তা করবে।

পদ্মা সেতুর উদ্বোধন শেষে তিনি বলেন, পায়রা বন্দরের গুরুত্ব বহুগুণে বাড়ানো হবে।