Greek নৌবাহিনীর জাহাজের সঙ্গে MAERSK কনটেইনার জাহাজের সংঘর্ষে Greek নৌবাহিনীর জাহাজ দুটুকরো।

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

নিজস্ব সংবাদদাতা : আজ ২৭ অক্টোবর আন্তর্জাতিক সময় ০৫:৪০মিঃ এ পর্তুগাল পতাকাবাহী কনটেইনার জাহাজ মার্স্ক ল্যান্সস্টন পাইরেস, গ্রীস থেকে তুরস্কের কানাক্কালের উদ্দেশ্যে যাত্রা পথে গ্রীক নেভির Minesweeper KALLISTO জাহাজের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কনটেইনার জাহাজের হেড গ্রীক নেভির Minesweeper KALLISTO জাহাজের পছনের অংশে আঘাতহানে,এতে কনটেইনার জাহাজটির সামান্য ধনুকের ক্ষয়ক্ষতি হয় এবং মাইনসুইপার KALLISTO জাহাজটিকে আক্ষরিক অর্থে দুটি করে কেটে ফেলে বলে জানাযায়, দুর্ঘটনার পরপরই পছনের অংশি ডুবে যায়। দু’জন ক্রু আহত হয় এবং পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।ক্যাললিস্টোর সমস্ত ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে উদ্ধারকারীরা জাহাজের সামনের অংশটি উদ্ধার করে বেসে বেঁধে রাখার চেষ্টা করে।বন্দর কর্তৃপক্ষ কনটেইনার জাহাজটিকে তদন্তের জন্য পুনরায় গ্রীসের পাইরেয়সে ফিরে যাওয়ার আদেশ দেওয়া হয়।


গ্রীক নেভীর মাইনসুইপার কলিস্টো (প্রাক্তন এইচএমএস বার্কলে), স্থানচ্যুতি ৭৫০ টন, ১৯৮৭ সালে নির্মিত, ৪৫ এর পরিপূরক, অস্ত্রশস্ত্র কাউন্টার খনি সরঞ্জাম, বন্দুক সবকিছু জাহাজ ছিল বলে জানাযায়।