“MAERSK SEMBAWANG”জাহাজ থেকে ১ টনের ও বেশি Drugs জব্দ।

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০

লাইট হাউজ ডেস্ক: যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (NCA)এর নেতৃত্বে বহুবিধ অভিযানের ফলে এই মারাত্মক শ্রেণীর Drugs গুলি UK প্রবেশ করা থেকে বিরত ছিল।


গত ১২ সেপ্টেম্বর, ডেনিশ শিপিংয়ের মালিকানাধীন সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ “MAERSK SEMBAWANG” Rotterdam থেকে Fellxtowe বন্দরে এসে পৌঁছেছিল, এমটাই জাহাজের তথ্যে দেখানো হয়েছে।
জাহাজটিতে ডকিং শেষে মাসের প্রথম দিকে UK’s Felixstowe বন্দর থেকে ১ টনের ও বেশি Drugs জব্দ করে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা(NCA)।
যুক্তরাজ্যের জাতীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থা বুঝতে পেরেছিল যে জাহাজটি যখন যুক্তরাজ্যের Antwerp এর পথে যাত্রা করবে তখন Drugs গুলি জাহাজে থাকবে।
কনটেইনার‌ জাহাজ টি ১২ সেপ্টেম্বর ডক করার পরে সীমান্ত বাহিনীর সহায়তায় (NCA) অফিসার দ্বারা অনুসন্ধান করা হয়।NCA এর তথ্য মতে এর বাজার মূল্য প্রায় $26.8 মিলিয়ন ডলার হবে।