MV RAPALLO বাল্ক ক্যারিয়ারের দুই নাবিক আগুনে পুড়ে গুরুত্বর অবস্থা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
লাইট হাউজ ফাইল ফোটো

মেরিটাইম ডেস্ক : MV RAPALLO বাল্ক ক্যারিয়ারের দুই নাবিক আগুনে পুড়ে গুরুত্বর অবস্থা । মাল্টা-নিবন্ধিত এমভি রাপালো বাল্ক ক্যারিয়ারের ইঞ্জিন রুমে ডিউটি করার সময় জ্বালানি তেলের সংস্পর্শে আসার পরে দু’জন নাবিক সদস্য পুড়ে যায়।

আহত হওয়া দু’জন রোমানিয়ান জাতীয়তার নাবিক বলে জানা যায়।

মালয়েশিয়ার সামুদ্রিক বিভাগ এক বিবৃতিতে জানায়, চরম ভাবে আহত নাবিক সদস্যদের আরও চিকিত্সার জন্য  মালয়েশিয়ার ডিকসন বন্দর হাসপাতালে নেওয়া হয়েছে।

গুরুত্বর অবস্থার কারনে তাদেরকে (আইসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয় এবং তাদের চিকিৎসা অব্যাহত আছে।

মালয়েশিয়ান কতৃপক্ষ জানায়, জাহাজটিতে এমন দুর্ঘটনার বিবরণ এবং সঠিক কারণ সম্পর্কে এখনও পরিস্কার ভাবে জানা যায়নি। তবে কতৃপক্ষ এর তদন্ত করছে।

অধিদফতর জানায়, জাহাজটি তার পণ্য সমুহ নামানোর জন্য ডিকসন বন্দরের জিমাহ এনার্জি ভেঞ্চারস (জেইভি) টার্মিনালে রয়েছে এবং পরবর্তীতে ডক করবে।

পোর্ট ডিকসন এবং পোর্ট ক্লাং-এ বিভাগের কেন্দ্রীয় অঞ্চল অফিস থেকে তদন্তকারীদের একটি দল গঠন করা হয়েছে।

পাশাপাশি কোভিড -১৯ এর বিস্তার রোধে সমস্ত নির্ধারিত পদ্ধতি তদন্ত প্রক্রিয়া চলাকালীন মেনে চলবে বলে মালয়েশিয়ান কতৃপক্ষ জানায়।

MV RAPALLO বাল্ক ক্যারিয়ারের দুই নাবিক আগুনে পুড়ে গুরুত্বর অবস্থা

আরোও পড়ুন…

কৃষ্ণ সাগরে কার্গো জাহাজ ডুবিতে ২জনের মৃত্যু ও ১জন নিখোজ