• কবিতা: নাবিক
  • কবি: সামিউল আসাদ
  • লিখার সময়: ১০ জুলাই, ২০১৮
  • লিখার স্থান: আটলান্টিক মহাসাগর

===========================

 

তপ্ত বালি- কৃষ্ণ সাগর, ঘুরিয়াছি আমি সাত সমুদ্দুর।

লোহিত বর্ণ সন্ধ্যা তারা, সুনীল জলে ডলফিনের খেলা।

দেখেছি আমি বসফরাস ঘুরে, রংধনু তুমি ম্লান এখানে।

স্বপ্নপুরি কল্পনা আঁকায়, বাস্তবতায় তাও হার মেনে যায়।

আমি তো শ্যাম কৃষ্ণবর্ণ, কত দেখেছি সাদা হলুদ বর্ণ।

মরুভূমির উষ্ণতা গায়ে, বরফ জলে তিমি দেখেছি,

পাহাড় ও জলের সন্ধি দেখেছি, সাগরকন্যার রুপ দেখেছি –

ঘুরিয়াছি আমি কতনা দেশে, মুক্তমনা পাখির বেশে।

নানা দেশের তৃপ্ত স্বাদে, পিপাসিত তবু ডাল আর ভাতে।

কত ভাষার ভিন্ন সূরে, বাংলাই আমার মধুর লাগে।

আটলান্টিকে ভাসিয়েছি ভেলা, পাড়ি দিয়েছি প্রশান্ত-

ফেনিল জলে দূরত্ব কষে, হইনি এখনো ক্ষান্ত।

তুষার ঝড়ে কেঁপেছি কোথাও, বসন্ত দেখেছি কুনমিংএ-

ষড় ঋতুর বাংলা আমার, ভুলিনি আমি তোমারে।

কতযে শহর বন্দর ঘিরে, ভিড়িয়েছি ভেলা তারা গুনে গুনে।

লক্ষ মাইল পাড়ি দিয়েও শেষে, অসীম পথের পথিক-

আমি যে স্বদেশ ছাড়া, চির অক্লান্ত এক নাবিক।

 

কবির জীবনী:

সামিউল আসাদ, পেশায় একজন মার্চেন্ট মেরিন অফিসার। জন্মগ্রহণ করেন,২৮সেপ্টেম্বর, ১৯৯৬সালে নাটোর জেলার, বড়াইগ্রাম থানার, দিয়াড়গাড়ফা গ্রামের একটি সমৃদ্ধ মুসলিম পরিবারে। চার সদস্যের পরিবারে আছেন তার বাবা, মা এবং ছোট বোন। তিনি পড়াশোনা করেছেন বাংলাদেশ মেরিন একাডেমিতে। সামিউল আসাদ ৮ম শ্রেনীতে অধ্যয়নরত অবস্থাতেই তার কবিতা লেখায় হাতেখড়ি হয়। তার লেখাবেশ কিছুকবিতা দেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো: নাবিক, প্রাণ, গাড়ি, শান্তি প্রমুখ। তন্মধ্যে নাবিক কবিতাটি কবির নিজের বাস্তবিক জীবন থেকে লেখা। জাহাজে আটলান্টিক মহাসাগর পাড়ি দেবার সময় এই কবিতাটি লিখেছিলেন। মেরিন অফিসার হবার সুবাদে তিনি ইতিমধ্যে ২৪ টি স্বাধীন দেশ ভ্রমণ করেছেন। এবং সাথে সাথে বৃত্তাকারে পাড়ি দিয়েছেন সমস্ত পৃথিবীকে। তিনি ভবিষ্যতে জাহাজের ক্যাপ্টেন হয়ে পৃথিবীর অর্থনীতি সচল রাখতে বিশিষ্ট ভূমিকা রাখতে চান।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

8 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

8 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

8 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

8 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

8 months ago