জাতীয় সংবাদ

চট্টগ্রাম বন্দরের পাইলট পরিবহন থেকে ২৫ লাখ টাকার বিদেশি মদ-বিয়ার জব্দ!

নিজস্ব সংবাদদাতা :   চট্টগ্রাম বন্দরের পাইলট পরিবহন থেকে ২৫ লাখ টাকার বিদেশি মদ-বিয়ার জব্দ করেছে আনসার সদস্যরা।

গাড়িটির আয়নায় হাকানো ছিল চট্টগ্রাম বন্দরের মনোগ্রাম। আর গায়ে লিখা ছিল ‘ইমারজেন্সি পাইলট ডিউটি’।

গাড়িতে রাখা ছিল একটি পোর্টেবল ভিএইচএফ ও। এই গাড়ি দেখে যে কারও মনে হবে, এটি বন্দরের জরুরি কাজে নিয়োজিত।

কিন্তু না, ভুয়া স্টিকার, গায়ে পাইলট ডিউটির কথা লিখা আর ভিএইচএফ এর বাহাদুরি দেখানো এই গাড়ি ব্যবহার হয় বন্দর দিয়ে আসা বিদেশী মদ ও বিয়ার পাচারের কাজে।

কিন্তু বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের চোখ এবার আর ফাঁকি দিতে পারেনি তারা।

এই চক্রের দুই সদস্য সহ মোট ১৩৫ লিটার বিদেশি মদ-বিয়ার আটক করেছে আনসার সদস্যরা।

এ ঘটনায় নড়েচড়ে বসেছে কাস্টমস ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে কাস্টমস কর্তপক্ষ ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বন্দরের প্রধান ফটক এলাকা থেকে একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা আটক করে আনসার সদস্যরা।

পরে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়।

জব্দকৃত মদ ও বিয়ারের মধ্যে রয়েছে ২০৯টি হ্যানিকেন বিয়ার, ১০০০ মিলিলিটার পরিমাণের ২৪টি পাসপোর্ট স্কচ ব্লেন্ড স্কচ হুইস্কি, একই পরিমাণের ৭টি ব্লান্টস ফিন্যাস ব্লেন্ড স্কচ উইস্কি যার বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

বন্দর কর্তপক্ষ

মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে কাস্টমস হাউসে আয়োজি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডেপুটি কমিশনার সোলতান মাহমুদ।

তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে বন্দরের মনোগ্রামযুক্ত ও ইমারজেন্সি পাইলট ডিউটি লিখা একটি গাড়িতে করে মদগুলো পাচার হচ্ছিল।

ওই গাড়ির ভিতরে বন্দর কর্তপক্ষের ভিএইচএফ ও ছিল। গাড়িটি কাস্টমসের ভবনের পেছনে আসার পর একটি সিএনজি অটোরিকশায় এসব মদ তোলা হচ্ছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতেই তারা এ কৌশল আঁটে। বন্দরের স্টিকার থাকলে স্বাভাবিক ভাবেই আমরা সন্দেহ করি না।

কিন্তু আমাদের চৌকষ আনসার সদস্যরা তাদের মদসহ আটক করতে সক্ষম হয়।’

এ সময় প্রাইভেট কার চালক মন্টু দাশ ও সিএনজি অটোরিকশা চালক মাসুদ রানাকে আটক করে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম বাদী হয়ে এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

চট্টগ্রাম বন্দরের পাইলট পরিবহন থেকে ২৫ লাখ টাকার বিদেশি মদ-বিয়ার জব্দ!

আরোও পড়ুন…

বন্দরের পাইলট সেবা বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

9 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago