নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রাম বন্দরের জলসীমায় এসেছে বিশাল দৈত্যাকার এক জাহাজ ‌‌’আল কারানা’। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাস বন্দর থেকে মার্শাল দ্বীপপুঞ্জ পতাকাবাহী এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) নিয়ে জাহাজটি গত ২১ নভেম্বর বন্দর জলসীমার কুতুবদিয়ায় গভীর সাগরে পৌঁছেছে। সেখান থেকে জাহাজটি মহেশখালীর ভাসমান এলএনজি স্টেশনে গিয়ে এলএনজি সরবরাহ করবে। সেই এলএনজি মহেশখালী থেকে মাটির নীচে থাকা পাইপলাইনের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম এরপর ঢাকায় যাবে।

মুলত দেশে এলএনজি ব্যবহার শুরুর পর থেকেই বড় আকারের ট্যাংকার জাহাজ আসছে চট্টগ্রাম বন্দর জলসীমায়। এর আগে এতবড় ট্যাংকার জাহাজ বহির্নোঙরে আসেনি।  যদিও এই জাহাজ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ার সুযোগ নেই; কারণ চট্টগ্রাম বন্দরে কোন মাদার ভ্যাসেল ভিড়তে পারে না। বন্দরে সর্বোচ্চ ১৯০ মিটার দীর্ঘ এবং সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ জেটিতে ভিড়ার সুযোগ আছে।

শিপিং লাইনগুলো বলছে, কুতুবদিয়ায় গভীর সাগরে আসা ‘আল কারানা’ জাহাজটি মুলত ট্যাংকার; যেটির দৈর্ঘ্য ৩১৫ মিটার এবং জাহাজটির গভীরতা ১১ দশমিক ৬ মিটার। ২০০৯ সালে তৈরী জাহাজটি প্রায় ১ লাখ ৩৭ হাজার টন পণ্য পরিবহনের ক্ষমতা রাখে। বর্তমানে জাহাজটি প্রায় ৬২ হাজার টন এলএনজি নিয়ে কুতুবদিয়ায় নোঙর ফেলেছে। এর আগে ২০১৮ সালে বাংলাদেশের জলসীমায় সর্বোচ্চ ২৭৭ মিটার দীর্ঘ ট্যাংকার জাহাজ নোঙরের রেকর্ড ছিল। জাহাজটির নাম ‘এক্সিলেন্স’ সেই জাহাজ এখনো মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অস্থায়ীভাবে নোঙর করা আছে। এই জাহাজটি মুলত আমদানিকৃত এলএনজিবাহী জাহাজ থেকে পাইপলাইনের মাঝে যোগসূত্র হিসেবে কাজ করছে। কিন্তু বন্দরের ইতিহাসে ৩১৫ মিটার দীর্ঘ জাহাজ নোঙরের ঘটনা এই প্রথম।এক্সিলেন্স’ জাহাজের শিপিং এজেন্ট সী কম শিপিং বলেন, আগে এতবড়  ‌ট্যাংকার বন্দর জলসীমায় আসেনি। এখন দেশে এলএনজি’র ব্যবহার প্রচুর বেড়েছে তাই প্রচুর এলএনজি নিয়ে জাহাজ আসছে। বড় জাহাজে এলএনজি আসার মুল কারণ হচ্ছে পরিবহন খরচ কমানো। তবে বড় ট্যাংকারে এখন পর্যন্ত সরকারীভাবেই এলএনজি আসছে।

শুধু ‘আল কারানা’ জাহাজই নয়; এখন চট্টগ্রাম বন্দর জলসীমায় নোঙর করেছে ‘আল সেহানিয়া’ জাহাজ। জাহাজটির দীর্ঘ ৩১৫ মিটার এবং গভীরতা ১১ দশমিক ৫মিটার।  আর জাহাজটি ৬১ হাজার ৭শ টন এলএনজি নিয়ে এসেছে।

জানা গেছে, বিশ্বে এই মুহুর্তে সবচে বড় ট্যাংকার জাহাজ হচ্ছে ‘মোজাহ’ যেটি ৩৪৫ মিটার দীর্ঘ এবং ১২ মিটার গভীরতার। জাহাজটিতে ২ লাখ ৬৬ হাজার কিউবিক মিটার এলএনজি পরিবহন করা যায়। ২০০৮ সালে তৈরী জাহাজটি কাতার থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এলএনজি পরিবহন করছে। সেই তুলনায় এই দুটি ট্যাংকার জাহাজ একেবারে কাছাকাছি আকারের।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago