মেঘনা নদীতে নৌ পুলিশের হাতে 3 ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বাহাদুপুর এলাকায় দুই হাজার বস্তা সিমেন্ট ভর্তি ট্রলারে ডাকাতিকালে তিন
আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯টায় তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার কালিচর গ্রামের মোহাম্মদ বেপারীর ছেলে মোঃ রেজাউল (২৫), একই গ্রামের মতিন বেপারীর ছেলে মো. ইন্তাজ বেপারী (৩৮) ও গিয়াস উদ্দিন বেপারীর ছেলে আবুল বাশার (২০)। এ ঘটনায় ট্রলারের সুকানী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি গ্রামের মালেক সরদারের ছেলে আঃ ছাত্তার (২৮) বাদী হয়ে থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন।

বাদী ও তার সাথে ট্রলারে থাকা মিস্ত্রি একই জেলার হাদিস সর্দারকান্দি গ্রামের হাসান সিকদারের ছেলে মোখলেছ শিকদার (৫৫) এবং মুলগাঁও গ্রামের ফজল করিমের ছেলে মোঃ হাবিব (২২) আহত হয়েছেন। পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় বাদী কর্তৃক চালিত সিমেন্ট ভর্তি একটি ট্রলার নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুর যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার সময় মতলব উত্তরের বাহাদুপুর নামক স্থানে পৌছলে আরেকটি ট্রলারযোগে ডাকাত সদস্যরা এসে তাদেরকে জিম্মি করে ফেলে। পরে নদীর মাঝখানে ট্রলার নোঙর করে রাখে।

ট্রলার মালিক মুঠোফোনের মাধ্যমে খবর পেয়ে মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ফাঁড়িকে অবহিত করলে থানা পুলিশ ও নৌপুলিশ তাদেরকে রাত ৯টার দিকে উদ্ধার করতে সক্ষম হয়। ডাকাতিকালে চারজন থাকলেও তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং অপরজন পালিয়েছে। মঙ্গলবার তাদেরকে ডাকাতি মামলায় চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে একই গ্রামের হোসেন বেপারীর ছেলে মোঃ আফজাল (২৮) পালিয়ে গেছে বলে স্বীকারোক্তি দেয়। বাদী আঃ ছাত্তার জানান, ট্রলারে দুই হাজার বস্তা সিমেন্ট ছিল, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।

আমাদের সাথে থাকা দুইটি মোবাইল যার মূল্য ১১ হাজার টাকা ও সাথে থাকা নগদ ১২ হাজার টাকা জব্দ করে ডাকাত দল। তাদের সাথে দেশীয় ধারালো অস্ত্র ছিল। আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে তারা। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন, প্রথমে নৌপুলিশের কাছে ডাকাতির খবর আসে। পরবর্তীতে আমরা নৌপুলিশের সহযোগীতায় ডাকাতি হওয়া ট্রলার ও মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারি। পাশাপাশি ডাকাত দলের অস্ত্র ও ট্রলারটিও জব্দ করা হয় এবং তিন ডাকাত
সদস্যকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

9 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago