যে শিল্পে সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: সময়টা ১৯৬০ সাল। চট্টগ্রামের সমুদ্র সৈকতে বিকল হয়ে পড়ে গ্রীক জাহাজ এমডি আলপাইন নামে একটি জাহাজ। সিদ্ধান্ত হয় জাহাজ ভেঙ্গে ফেলার। এরপর জাহাজটিকে স্থানীয় মানুষ ও চট্টগ্রাম স্টিল মিলের শ্রমিকরা মিলে রশি দিয়ে টেনে তীরে নিয়ে আসে। শুরুহয় জাহাজ ভাঙ্গা। তারসাথে শুরু হয় নতুন একটি যাত্রা। বাংলাদেশ প্রবেশ করে নতুন এক শিল্পে।

বৈশ্বিক অর্থনীতিতে জাহাজ ভাঙ্গা শিল্পের প্রভাব জোড়ালো। বিশ্ববাজারে বর্তমানে ৪০ হাজার কোটি ডলারের বাজার উন্মুক্ত রয়েছে। এই বাজার ধরতে উন্নয়নশীল দেশগুলো এই শিল্পের দিকে মনোযোগী হচ্ছে দিন দিন। ভারতের সাথে তাল মিলিয়ে এই শিল্পকে এগিয়ে নিয়ে এসেছে বহুদুর। বর্তমানে জাহাজ ভাঙ্গা শিল্পের নেতা আমরাই। বেলজিয়ামের ‘দা এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম’ ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনের তালিকায় দ্বিতীয় বারের মতো শীর্ষস্থান দখল করেছে বাংলাদেশ। প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক জাহাজ ভাঙ্গা হয়েছে বাংলাদেশে। সে বছরে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশে ২৩৬টি জাহাজ ভাঙ্গার জন্য আমদানি করে, যা ২০১৮ এর তুলনায় ২০.৪১ শতাংশ বেশি। এর আগেও ২০০৪-২০০৯ এই পাঁচ বছর বাংলাদেশ জাহাজ ভাঙ্গাতে বিশ্বে প্রথম স্থানে ছিল। বিশ্বে এই শিল্পে আমাদের প্রতিদন্ধী ভারত, পাকিস্তান, চীন ও তুর্কি। বিশ্বের ৮০% জাহাজ ভাঙ্গা হয় এই এশিয়ার উন্নয়নশীল দেশ গুলোতে।

চট্টগ্রামের উপকূল ধরে প্রায় ১২০টি শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে। যার ফলে তৈরি হয়েছে প্রচুর কর্মসংস্থান এবং প্রায় ৫০,০০০ মানুষ সরাসরি এই শিল্পের সাথে জড়িত। অন্যদিকে এ শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িত প্রায় ১,০০,০০০ মানুষ। এই বিশাল শ্রমজীবী মানুষগুলোর অধিকাংশই এসেছে দেশের দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে। আমাদের দেশের স্থানীয় রড এবং ইস্পাতের বাজার সর্ম্পূণভাবে এই শিল্পের উপর নির্ভরশীল। দেশের ইস্পাতের চাহিদার ৬০% আসে এই শিল্প থেকে। তাছারা জাহাজ এবং জাহাজের ভেতরের প্রায় সবই পুনর্ব্যবহারযোগ্য।
.
প্রতিবন্ধকতা ও পরিবেশের উপর প্রভাব:
জাহাজ ভাঙ্গাকে আমরা শিল্প বললেও আধুনিকতার ছোঁয়া লাগাইনি। পুরো প্রক্রিয়াটিই সনাতন। শ্রমিকদের পর্জাপ্ত সু্যোগ সুবিধা দেয়া হয়না এবং সুরক্ষা নিশ্চিত করা হয়না। ফলে নানান বিসাক্ত পদার্থে শ্রমিকরা অসুস্থ হয়ে পরছে, আহত হচ্ছে, অনেকে মারাও যাচ্ছে। নেই কোন ইন্সুইরেন্স বা নিরাপত্তা। প্রায় সব শিল্পের মতই এখানেও রয়েছে পরিবেশের উপর অত্যাচার। জাহাজ ভাঙ্গা একটি অতি ঝুঁকিপূর্ন কাজ। এখান থেকে বিশাক্ত কেমিক্যাল ও তেল পরিবেশে ছড়িয়ে পরে এবং জলজ প্রাণী ও মানুষের উপর বিরুপ প্রভাব ফেলে। বিশেষ করে পুরাতন জাহাজ থেকে মারাত্মক বিষাক্ত পারমাণবিক বর্জ্য, বিষাক্ত রাসায়নিক, টক্সিন, প্রাণঘাতি যৌগ ডাম্প করা হয় সমুদ্রে যা সমুদ্র উপকূলীয় এলাকার সমুদ্র বাস্তুসংস্থানের চরম পর্যায়ের ক্ষতি করে।
.
আমাদের করণীয়?
শ্রমিকদের নিরাপত্তার দিক সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে৷ তাদের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাহাজ ভাঙ্গায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে। পুরাতন ও বিসাক্ত জাহাজ আমদানি নিয়ন্ত্রনে কিছু নীতি গ্রহণ করা এখন সময়ের দাবি। এই সবটার সমন্ময় থাকলে এই শিল্পের নেতৃত্ব ধরতে রাখবো বহুবছর, যা আমাদের সমৃদ্ধি ও উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করবে।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

8 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

8 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

8 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

8 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

8 months ago