মেরিটাইম সংবাদ

রোমানিয়ার কনস্টান্টার বন্দর হতে ঐতিহাসিক হেরোইন জব্দ

মেরিটাইম ডেস্ক : রোমানিয়ান কর্তৃপক্ষ রোমানিয়ার কনস্টান্টার বন্দর এর ব্ল্যাক সী টার্মিনাল হতে প্রায় ১.৫ টন (৩,২০০ পাউন্ড)ঐতিহাসিক হেরোইন জব্দ করে বলে জানায় কর্মকর্তারা।

ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বছরগুলিতে বাজেয়াপ্ত করা ড্রাগগুলোর মধ্যে সবচেয়ে বড় চালানের মধ্যে এটি একটি।

রোমানিয়ার অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম এজেন্সি জানায় যে, পাচারকারীরা মাদকগুলো দুটি কন্টেইনারে কন্সট্রাকশন ম্যাটেরিলের মধ্যে লুকিয়ে রাখেছিল।

১০ই মে রোমানিয়ার কনস্ট্যান্টা বন্দর হতে এই মাদকগুলো আটক করে।

হেরোইনগুলো সব ইরান থেকে এসেছে বলে অভিযোগ করা হয় এবং পশ্চিম ইউরোপের জন্য নির্ধারিত ছিল জানান তারা।

সংস্থাটি এটিকে রোমানিয়ার কনস্টান্টার বন্দর হতে ঐতিহাসিক হেরোইন জব্দ হিসাবে আখ্যায়িত করেন।

তারা বলেন, সাম্প্রতিক বছরগুলিতে জব্দ করা মাদক চালানের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি হলো দ্বিতীয় বৃহত্তম চালান।

একটি বিবৃতি জানায, রোমানিয়ান এবং বিদেশী নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি অপরাধমূলক নেটওয়ার্ক দ্বারা ড্রাগগুলো পরিবহন করা হয়।

গত ২০শে মে বৃহস্পতিবার আইন প্রয়োগকারী কর্মকর্তারা রোমানিয়ায় তিনটি বাড়ি তল্লাশি করেন।

পাশাপাশি দুটি পশ্চিম ইউরোপীয় দেশে আরও পাঁচটি অভিযান চালনা করেন তারা।

রোমানিয়া জানায়, মার্কিন দূতাবাসের মার্কিন ড্রাগস প্রয়োগকারী প্রশাসনের প্রতিনিধি, ইইউ এর ইউরোপল এবং ইউরোজাস্ট সহ বেশ কয়েকটি সংস্থার সমর্থন পায় তারা।

ইইউর আটটি দেশের বিচার বিভাগীয় কর্তৃপক্ষও এই পদক্ষেপকে সমর্থন করেন।

আরোও পড়ুন…

ক্যারিবীয়ান সমুদ্রে সাতটি জাহাজ থেকে ১,৬৭৮ কেজি কোকেন জব্দ!

ড্রাইড গ্লোবাল পাইরেসি সংবাদ

গিনি উপসাগরে জলদস্যুদের উচ্চ হার ২০২০ সালে বিশ্বব্যাপী যে জাহাজগুলোতে ঘটেছিল বা চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে জলদস্যুতা এবং সশস্ত্র ডাকাতির মোট ২২৬ টি ঘটনার একটি উল্লেখযোগ্য অনুপাতের প্রতিনিধিত্ব করে।

গিনি উপসাগরে জলদস্যুতা ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় আইএমও এবং সশস্ত্র ডাকাতি মোকাবেলা সহ তথ্য-ভাগ করে নিতে হবে।

এ জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে এই অঞ্চলে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহযোগিতা তহবিল মোতায়েন করতে চায় সংস্থাগুলো।

যার জন্য জলদস্যু মোকাবেলায় আইএমও’র এই নতুন রেজোলিউশন গ্রহণ ।

আন্তর্জাতিক সম্প্রদায় সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে জলদস্যুতা সমস্যা সমাধানে সক্রিয় ব্যবস্থা এবং পদক্ষেপের অভাবে সমালোচনার মুখোমুখি হয়।

ব্রিটিশ সুরক্ষা গোয়েন্দা সংস্থা ড্রাইড গ্লোবাল তার ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘ, নর্থ আটলান্টিক ট্রিট অর্গানাইজেশন (ন্যাটো) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর মতো বড় আন্তর্জাতিক সংগঠনগুলোকে পশ্চিম আফ্রিকার জলদস্যুতা সম্পর্কিত সুদৃঢ় সমাধানের ক্ষেত্রে অনুপস্থিত থাকার অভিযোগ করেন।

 

লাইটহাউজ নিউজ ক্লাব

View Comments

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

8 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

8 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

8 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

8 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

8 months ago