জাতীয় সংবাদ

সুলু সমুদ্রে বাংলাদেশী জাহাজে জলদস্যুতার চেষ্টা করায় রিক্যাপ এর সতর্কতা জারি

মেরিটাইম ডেস্ক :  সুলু সমুদ্রে বাংলাদেশী জাহাজে জলদস্যুতার চেষ্টা করায় রিক্যাপ এর সতর্কতা জারি করে। ফিলিপাইনের নিকটবর্তী সুলু-সেলিব্রেস সমুদ্রে গত সপ্তাহে একটি জলদস্যুতার ঘটনায় রিক্যাপ ঐ অঞ্চলে সুরক্ষার বিষয়ে আঞ্চলিক সহযোগিতা, বোর্ডিং এবং অপহরণের সম্ভাবনা সম্পর্কে নতুন করে সতর্কতা জারি করে।

যদিও এই এলাকায় এক বছরেরও বেশি সময় আগে অপহরণ হয়েছিল এবং এ বিষয়ে মালয়েশিয়া ও ফিলিপাইন কর্তৃপক্ষ ২০২০ সালে বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছিল।

রিক্যাপ ঐ রুটের সকল জাহাজ গুলোকে সুলু-ভিত্তিক আবু সায়াফ গ্রুপ/কিডন্যাপ-ফর-রেন্সম গ্রুপ সম্পর্কে সতর্ক করেন।

যা ধীরে ধীরে চলমান জাহাজগুলিতে নাবিকদের পাশাপাশি ধনী ব্যবসায়ীদের টার্গেট করে চলেছে।

বাল্ক ক্যারিয়ার আকিজ পার্ল

৩ মার্চ বাংলাদেশ পতাকাবাহী ৫৬,০৪৫ ডিডাব্লিউটির বাল্ক ক্যারিয়ার আকিজ পার্ল জাহাজের ক্যাপ্টিন ফিলিপাইন নৌবাহিনীকে জানায় যে তার জাহাজটি ফিলিপাইনের তাওই-তাওই সিবুতু দ্বীপে যাত্রা করছিল।

ঐ সময় তিনজন দুষ্কৃতিকারী একটি অজ্ঞাত স্পিড বোট নিয়ে জাহাজে উঠার চেষ্টা করে।

ক্যাপ্টিন দুষ্কৃতকারীদের হাত থেকে বেঁচে যায় এবং ঘটনাটি রিপোর্ট করেন। ফিলিপাইন কোস্টগার্ডকে ঘটনার সতর্ক বার্তা দেয়।

তারা যেন এই তথ্যটি রিক্যাপ এ প্রকাশ করে যাতে এই অঞ্চলে জাহাজগুলিকে সাধারণ সতর্কতা দেওয়া হয়।

ঘটে যাওয়া ঘটনা

এই অঞ্চলে আগের ঘটনাটি ঘটে ২০২০ সালের জানুয়ারীতে।

তখন বন্দুক সজ্জিত, কালো পোশাক পরে এবং মুখোশ পরা ছয় অপরাধী মালয়েশিয়ায় নিবন্ধিত ফিশিং ট্রলারে চড়ে।

অতঃপর ট্রলারটি পরিত্যক্ত অবস্থায় আটজন ক্রুকে এএসজি দ্বারা অপহরণ করে।

পরের দিন মালয়েশিয়ার কর্তৃপক্ষ তল্লাশি চালিয়ে আটজন ক্রু সদস্যের মধ্যে তিনজনকে উদ্ধার করেছিল।

চতুর্থ ক্রু মেম্বারের লাশ কর্তৃপক্ষ সেপ্টেম্বরে পেয়েছিল এবং অন্য চার ক্রু সদস্য বন্দী অবস্থায় রয়ে যায়।

এএসজি-র কার্যক্রম সম্পর্কে ২০২০ সালে রিক্যাপ দুটি সতর্কতা জারি করেছিল।

এর মধ্যে একটি হুঁশিয়ারি দিয়েছিল যে দলটির পাঁচ সদস্য এই অঞ্চলে অপহরণ করার পরিকল্পনা করছেন।

দ্বিতীয় হুঁশিয়ারি দিয়েছিল যে এই দলটিকে একটি স্পিডবোটে চিহ্নিত করা হয়েছে এবং এখনও অপহরণ চালানোর চেষ্টা করছে বলে রিক্যাপ সতর্কতা জারি করে।

জবাবে ফিলিপাইন এবং মালয়েশিয়ার কর্তৃপক্ষ টহল বাড়িয়েছে। জুনে, মালয়েশিয়ার কর্তৃপক্ষ এজিএসের সদস্যদের সাথে গোলাগুলি চালিয়ে এই গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল।

এই দলটি অবশ্য নভেম্বর মাসে পুনরায় ডুবে গিয়েছিল যখন কর্তৃপক্ষ আবারো একটি বোট খুঁজে পায় এবং তার উপর গুলি চালায়।

তখন ঐ দলটি অপহরণের আরেকটি ষড়যন্ত্রের চেষ্টা করেছিল বলে তাদের উপর গুলি চালানো হয়েছিল।

২০১৬ সালের মার্চ থেকে রিক্যাপ রিপোর্ট করেছে যে এ এলাকায় মোট ৮৬ জন ক্রু অপহরণ করা হয়েছিল।

২০২০ সালের জানুয়ারির ঘটনা থেকে এই চারজন ক্রুই কেবলমাত্র হেফাজতে রয়েছেন বলে রিপোর্টে বলা হয়।

পশ্চিম আফ্রিকার ঘন ঘন আক্রমণগুলোর তুলনায় এই অঞ্চলে অপহরণের হুমকি সাধারণত কম থাকে।

তবে গত সপ্তাহে সুলু সমুদ্রে বাংলাদেশী জাহাজে জলদস্যুতার চেষ্টা করায় রিক্যাপ এর সতর্কতা জারি করে পূর্ব সাবাহ ও সুলু-সেলিব্রেস সমুদ্রগুলিতে বিশেষত সিবুতু দ্বীপের পাশ দিয়ে চলাচল করার সময় শিপ মাস্টার এবং নাবিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানায় রিক্যাপ

আরোও পড়ুন…

জলদস্যুতার বিরুদ্ধে সুরক্ষা উন্নয়নে নাইজেরিয়ার অতিরিক্ত জাহাজ ও বিমান মোতায়েন

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

8 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

8 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago