নিজস্ব সংবাদদাতা : সুদীর্ঘ প্রায় ২৫ বছর শীর্ষ স্থানে অবস্থানকারী কন্টেনার লাইনার মার্ক্স শীঘ্রই জোটের অংশীদার এম.এস.সি এর কাছে তার শীর্ষ স্থানটি হারাতে পারে।

সাম্প্রতিক সময়গুলোতে এম.এস.সি সেকেন্ড হ্যান্ড জাহাজের বাজারে খুবই সক্রিয় আছে এবং ২৩০০০ টি ই ইউ ক্লাসের বেশকিছু জাহাজ সংগ্রহের পরিকল্পনা করছে।

রোববার কোপেনহেগেন ভিত্তিক সংস্থা, সী ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞরা এক প্রতিবেদনে বলেছেন, এম.এস.সি শীঘ্রই বিশ্বের বৃহত্তম ক্যারিয়ার হিসেবে মার্ক্স লাইনকে ছাড়িয়ে যাবে।

বর্তমানে মার্ক্স, এম.এস.সি এর তুলনায় ৬ ভাগ বড় এবং সী ইন্টেলিজেন্সের মতে মার্ক্স লাইনারের নতুন জাহাজের অর্ডারগুলো ধীরে ধীরে কমে চার ভাগে নেমে আসতে পারে। অন্যদিকে আলফা লাইনারের তথ্য দেখা যায় যে, বিশ্ববাজারের শেয়ারের দিক থেকে এই দুই কোম্পানির মধ্যে মাত্র ০.৯% পার্থক্য রয়েছে।

এক কথায়, এর অর্থ এই যে এম.এস.সি যদি জাহাজের সংখ্যা বাড়াতে থাকে এবং ইউরোপ-এশিয়া বাণিজ্যের জন্য কেবলমাত্র একটি নতুন বড় জাহাজের অর্ডার দেয় এবং মাক্স লাইনের আরো বড় ধরনের অর্ডার না দেওয়ার বর্তমান কৌশল অব্যাহত রাখে তবে আমরা দেখতে পাব অচিরে এম.এস.সি, মার্ক্স লাইনকে ছাড়িয়ে যাবে।

মার্ক্স লাইনার এর শীর্ষ কর্মকর্তারা বলছেন যে, তাঁরা এই বছর নতুন কোনো জাহাজ তৈরির অর্ডার দেবেন না। সী ইন্টেলিজেন্স জানিয়েছেন, মার্ক্স কর্তৃপক্ষ আকারের চেয়ে লাভ দিকে দৃষ্টি দেয়ার কৌশল অবলম্বন করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ২৫ বছর ধরে প্রথম স্থানে অবস্থানকারী মাক্স লাইনের শীর্ষ অবস্থান টি হারানোর ফলে কোপেনহেগেনে কিছুটা আবেগময় প্রভাব  ফেলতে পারে।

২০০৪ সালে এমএসসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কেরিয়ার হয়ে ওঠে এবং এরপর থেকে এম.এস.সি এবং মার্ক্স বিশ্ব তালিকায় শীর্ষে অবস্থান করছিল।

বিগত সপ্তাহগুলোতে তাদের চার্টারে থাকা বেশিরভাগ জাহাজ নিজস্ব বহরে যুক্ত করাতে এমএসসি অত্যন্ত সক্রিয় ছিল। তাদের সমস্ত চুক্তিগুলো সম্পন্ন হলে এম.এস.সি এর জাহাজের সংখ্যা হবে ২০৪ টি।

মার্ক্স লাইনারের  সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা, সরেন টফ্ট, এই মাসে এম.এস.সি তে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago