জাতীয় সংবাদ

বন্দরের পাইলট সেবা বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা : বন্দরের পাইলট সেবা বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কতৃপক্ষ। বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকা থেকে বন্দরের তিনটি নোঙর এলাকায় বড় জাহাজ আনাতে পাইলট সেবা বেসরকারি খাতে ছেড়ে দিচ্ছে চট্টগ্রাম বন্দর। এ জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বন্দর কতৃপক্ষ। এই সেবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া নিয়ে আপত্তি তুলেছে শিপিং এজেন্টরা।

সাগর থেকে বন্দরের জেটিতে জাহাজ ভেড়ানো পর্যন্ত বন্দরের নিজস্ব পাইলটরা জাহাজের মাস্টারকে সহায়তা করেন। কর্ণফুলী নদীর নৌপথ চ্যানেলে  দুর্ঘটনা এড়াতে পাইলটের সহায়তা নেওয়া বাধ্যতামূলক। তবে এত দিন কুতুবদিয়া থেকে পতেঙ্গার অদূরে বহির্নোঙর এলাকায় জাহাজ আনার কাজে পাইলট নেওয়া বাধ্যতামূলক ছিল না। শিপিং এজেন্টরা জাহাজের মাস্টারকে সহায়তা করার জন্য স্থানীয় অভিজ্ঞ নাবিকদের নিয়োগ দিতেন।

বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়

বহির্নোঙরে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল ব্যবস্থাপনা সুষ্ঠু করতে এ সিদ্ধান্ত নেয় বন্দর। এরই অংশ হিসেবে সেবা খাতের কাজটি বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা করানো হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে একতরফাভাবে জাহাজপ্রতি দেড় হাজার ডলার যা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ২৭ হাজার টাকার মতো সেবা ফি এবং প্রতিদিন অবস্থানের জন্য ৩০০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় ২৫ হাজার টাকা ফি চেয়েছে।ন্যূনতম দুই দিন অবস্থান ধরে গড়ে ২ হাজার ১০০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় ১ লাখ ৭৮ হাজার টাকা গুনতে হবে জাহাজপ্রতি।

পাইলট সেবায় বেসরকারি খাতকে যুক্ত করায় ৬৫টি শিপিং এজেন্ট আপত্তি তুলেছে। আলাদা করে সি কম, আকিজ শিপিং, প্রাইড শিপিং, মদিনা লজিস্টিকসের মতো প্রতিষ্ঠানগুলোও চিঠি দিয়েছে বন্দর চেয়ারম্যানকে। এসব চিঠিতে বলা হয়েছে, তারা নিজেরাই কাজটি করছে। কাজ পাওয়া পাঁচ প্রতিষ্ঠানকে নামসর্বস্ব আখ্যা দিয়ে চিঠিতে বলা হয়, এই ব্যবস্থা বন্দরে নতুন সিন্ডিকেট তৈরি করবে।

শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনা রোধে বন্দর যে পদক্ষেপ নিয়েছে, সেটা মানতে কোনো আপত্তি নেই। তবে ‘নেভিগেশনাল’ বিষয়ের মতো স্পর্শকাতর বিষয়টি বেসরকারিখাতে কেন ছেড়ে দিতে হবে? বন্দরনির্ধারিত মাশুলের বিনিময়ে নিজেরা এই সেবা দিলে কারও আপত্তি থাকবে না।

দেশের সমুদ্রপথে যে পরিমাণ পণ্য আনা-নেওয়া হয়, তার ৯৩ শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে আমদানি হওয়া বেশিরভাগ পণ্যই বহির্নোঙরে খালাস করা হয়। গত ২০১৯–২০ অর্থবছরে শুধু বহির্নোঙরে পণ্য খালাস হয় ১ হাজার ৪৬৪ জাহাজ থেকে। এর বেশিরভাগই সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ ছিল।

বন্দর কেন এই সেবা দিতে পারছে না-এমন প্রশ্নের জবাবে বন্দরের পর্ষদের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘জনবলসংকটের কারণে বহির্নোঙরে আপাতত এই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য সাময়িকভাবে বেসরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়েছে। বন্দরের জনবল বাড়লে নিজেরাই করার সুযোগ হবে। বেসরকারি খাতে হলেও কেউ এই সেবা জিম্মি করতে পারবে না।’

যে প্রতিষ্ঠানগুলো কাজ পেয়েছে

সাগরে পাইলট সেবা বেসরকারি খাতে ছেড়ে দিতে ২০১৯ সালের অক্টোবরে বন্দরের পাইলট সেবা বেসরকারি খাতে দেয়ার সিদ্ধান্ত  নেয় এবং তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি দেয় বন্দর কতৃপক্ষ। তালিকাভুক্তির জন্য বন্দরের লাইসেন্সধারী পাইলট থাকা বাধ্যতামূলক করা হয়। কিন্তু বন্দর থেকে অবসর নেওয়া পাইলটের সংখ্যা কম থাকায় বেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি। আগ্রহ দেখায় মাত্র ছয়টি প্রতিষ্ঠান। তাদের মধ্য থেকে পাঁচটিকে বাছাই করে গত বছরের ২২ মার্চে তালিকাভুক্ত করা হয়। এরই মধ্যে করোনার সংক্রমণ শুরু হওয়ায় তা কার্যকর হয়নি এত দিন। করোনার ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠার পর এখন তা বাস্তবায়ন করা হয়েছে।

তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠান হলো জুনের শিপিং লাইনস, আয়ার শিপিং সার্ভিসেস, বাংলাদেশ সি গোয়িং পাইলট সার্ভিস কোম্পানি, কেএমসি শিপিং ও ডিএমএসসি। এই পাঁচ প্রতিষ্ঠানের কর্ণধার বা চেয়ারম্যানদের তিনজন হলো নারী। তাঁদের স্বামীরা মূলত এই খাতের সঙ্গে জড়িত। তবে শিপিং এজেন্ট লাইসেন্স থাকলেও এসব প্রতিষ্ঠানের পরিচিতি কম বলে জানান খাতসংশ্লিষ্টরা।

ডিএমএসসির চেয়ারম্যান ক্যাপ্টেন (মাস্টার মেরিনার) মাসুদ রানা  বলেন, ‘লাইসেন্সধারী পাইলট দিয়ে আমরা এই সেবা দেব। এর বাইরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন মাস্টার মেরিনার থাকবেন।’

আরো পড়ুন

মোংলা বন্দরে দুই বিদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত;বন্দরে আসতে অনিহা প্রকাশ

লাইটহাউজ নিউজ ক্লাব

View Comments

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

9 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago