নিজস্বসংবাদদাতা : প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কিংবা অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ভিআইপিদের নদী বা সমুদ্রপথে চলাচলের জন্য দেশে ছিলনা কোন নৌযান।তাই অভ্যন্তরীণ নৌ  পরিবহন কর্তৃপক্ষের কার্যাদেশে  নির্মাণ করা হলো অত্যাধুনিক নৌযান যার নাম রাখা হয়েছে পরিদর্শী।চট্টগ্রামের এফএমসি ডকইয়ার্ডে তৈরি করা হয়েছে বিলাসবহুল এবং অত্যাধুনিক এই নৌযান ।

“২০১৭ সালে বাংলাদেশ  অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ভিআইপি ও অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অতিথিদের জন্য এই জাহাজ নির্মাণের কার্যাদেশ দেয় চট্টগ্রাম এফএমসি  ডকইয়ার্ডকে ।  দুই দুইবার  জাহাজটির স্ট্রাকচার পরিবর্তন করা হলেও অবশেষে ২০১৮ সালে এর নির্মাণকাজ শুরু করা হয় ।সংশ্লিষ্টরা আশাবাদী যে, চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে  জাহাজটি উদ্বোধন করবেন।”এফএমসি ডকইয়ার্ডের চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী জানায়।

ইয়াছিন চৌধুরী বলেন, প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যমান এবং বহুমুখী এই নৌযানটি নির্মাণ করা হয়েছে। এই  নৌযানটি ভিআইপিদের পরিবহনের পাশাপাশি সার্ভে জাহাজ হিসেবেও ব্যবহার করতে পারবে ।বাংলাদেশ জাহাজ নির্মাণ শিল্পের ইতিহাসে এটাই প্রথম হাইটেক ক্যাটামারান টাইপ সবচেয়ে বড় জাহাজ।

তিনি বলেন, এরকম ক্যাটামারান টাইপ যাত্রীবাহী জাহাজ দেশে আরও থাকলেও পরিদর্শী নৌযান টির মত এমন অত্যাধুনিক বড় আকারের জাহাজ দেশে আর নেই । এই জাহাজ দ্বারা সাগরের ৫০০ মিটার গভীর পর্যন্ত সহজেই পর্যবেক্ষণ করা যাবে।এছাড়াও জাহাজটিতে সার্বক্ষণিক  যোগাযোগ ব্যবস্থার জন্য রয়েছে মেরিন  এসএসবি রেডিও । রয়েছে পানির স্রোত মাপার জন্য কারেন্ট মিটার ।তিনি বলেন আগামী 20 শে ডিসেম্বর  নৌযানটি বিআইডব্লিউটিএ এর কাছে হস্তান্তর করা হবে।

এফএমসি  ডকইয়ার্ডের  উপমহাব্যবস্থাপক মাহমুদুল হাসান জানায়, জাহাজটির দৈর্ঘ্য ৪৯ দশমিক ৬১ মিটার, প্রস্থ ১২ মিটার এবং জাহাজের  ম্যাক্সিমাম ড্রাফ্ট ৩.৫ মিটার ।জাহাজটি সাগরে ২০ নটিক্যাল মাইল দূর পর্যন্ত চলাচল করতে সক্ষম হবে। এছাড়াও জাহাজটিতে আছে ১৮ আসনের মিটিং রুম এবং ৫০ আসনের একটি কনফারেন্স রুম ।অত্যাধুনিক কিচেন রুমের সাথে আছে বিলাসবহুল মেস রুম।জাহাজটির  পুরো একোমোডেশন সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত, আছে  চব্বিশটি কক্ষ, এর মধ্যে দুটি প্রেসিডেন্ট  স্যুট।নৌযানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং পুরো জাহাজে রয়েছে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াইফাই ব্যবস্থা ।নিরাপত্তা ব্যবস্থার জন্য রয়েছে  ইমারজেন্সি হাই স্পিড বোর্ড ।

যুক্তরাজ্যর  শিপ সার্ভে প্রতিষ্ঠান (ক্লাস) এলআর জাহাজটির নির্মাণ কাজ তদারক করছেন বলে জানা যায় ।

 

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago