মালেশিয়ার কুয়ালা তেরেঙ্গানুর ব্রেক-ওয়াটারে অফশোর সাপ্লাই ভেসেল প্রবাহিত

মেরিটাইম ডেস্ক :   ১৮ই জানুয়ারী  সকাল ১১ টায় কুয়ালা তেরেংগানুর মোহনায় মালেশিয়ান পতাকাবাহী এমভি সেতিয়া কিলাস অয়েল রিগ সরবরাহকারী সাপ্লাই ভেসেল ডুবে গেছে।

তেরেংগানু মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এর পরিচালক ক্যাপ্টেন মুহাম্মদ সুফি মোহাম্মদ রামলি বলেন, জাহাজের ইঞ্জিন কাজ করতে ব্যর্থ হলে জাহাজটি  এ সমস্যার মুখোমুখি হয়।

“তেরেংগানু রাজ্যের মেরিটাইম জাহাজের সাথে জড়িত জরুরী পরিস্থিতি সম্পর্কিত কোয়ান্তান মেরিটাইম সাব রেসকিউ সেন্টারে একটি প্রতিবেদনে বলেন, জাহাজটি তার মূল যন্ত্রটি ক্ষতিগ্রস্থ হয় এবং ব্রেকওয়াটারের দিকে চলে যায়।

এমএমইএ এর পরিচালক এক বিবৃতিতে বলেন, “জাহাজটির মোট সাত জন নাবিক এবং তিন ঠিকাদার সহ এক সাথে সমুদ্রে ইঞ্জিন পরীক্ষা করেছিল। পরীক্ষা শেষ করার পরে এটি মোহনার পথে ইঞ্জিনের সমস্যার মুখোমুখি হয় এবং ঢেউয়ের ধাক্কায় জাহাজটিকে ব্রেকওয়াটারে নিয়ে যায়”।

তিনি আরও জানান, তেরেঙ্গানু মেরিটাইম কতৃপক্ষ “পেংগাল্যাং ১৭নামক একটি জাহাজ ঘটনাস্থলে পাঠিয়েছিল এবং দেখতে পায় যে জাহাজের সমস্ত ক্রু পার্শ্ববর্তী নিরাপদ লেন্ডের উপর  ঝাঁপিয়ে পড়ে।

এদিকে, মালয়েশিয়ার মেরিন ডিপার্টমেন্ট (পূর্ব অঞ্চল) এক বিবৃতিতে জানায় যে, ঘটনাটি তদন্তের জন্য একটি দল গঠন করা হয়েছে। অন্যদিকে “পরিবেশ অধিদফতরকেও ওই এলাকায় তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি সমাধানে অবহিত করা হয় এবং জাহাজের মালিকের স্থানান্তর প্রক্রিয়াটি ব্যবস্থা করার জন্যও যোগাযোগ করা হয়।” পাশাপাশি একই অঞ্চল ব্যবহারের সময় শিপিং এজেন্সি এবং জাহাজগুলিকে সতর্কতার জন্য অবহিত করার জন্য একটি বন্দর বিজ্ঞপ্তিও জারি করা হবে।”

লাইট হাউজ ভ্যাসেল সুরক্ষা ঝুঁকি সংক্রান্ত প্রতিবেদন।

লাইটহাউজ নিউজ ক্লাব

Share
Published by
লাইটহাউজ নিউজ ক্লাব

Recent Posts

ভাষা সৈনিক কয়েস উদ্দিন আর নেই

ভাষা সৈনিক কয়েস উদ্দিন সরকার মারা গেছেন। জামালপুর শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মৃত্যুবরণ…

8 months ago

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস…

9 months ago

আর পরিবর্তন হচ্ছে না বিশ্বকাপের সূচি

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক বাকি…

9 months ago

দ্বিতীয় জয়ের লক্ষ্যে রাতে মাঠে নামছে রিয়াল

আলমেরিয়ার পাওয়ার হর্স স্টেডিয়ামে শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় লা লিগার ম্যাচে মাঠে নামবে…

9 months ago

হ্যারিকেন হিলারির প্রভাবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে একদিনে এক বছরের সমান বৃষ্টির শঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ‘হারিকেন হিলারি’। ক্যাটাগরি-৪ হ্যারিকেনে রূপ নেওয়া হিলারির প্রভাবে…

9 months ago

‘আওয়ামী লীগ নয়, বিএনপিই ক্ষমতায় বসার জন্য বিদেশিদের দিকে তাকিয়ে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নয়,…

9 months ago